Nu Admission notice : অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে । অনার্স প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষা বর্ষের ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে ২২ মে থেকে এবং আবেদনের শেষ তারিখ ০৯ জুন রা ১২ টা পর্যন্ত। NU admission 2022 Apply Now
অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২
অনার্স ভর্তি আবেদন শুরু হয়েছে । আমাদের মাধ্যমে NU Admission অনলাইনে আবেদন করতে আমাদেরকে Whats app বা মেসেঞ্জারে SSSC ও HSC রোল রেজিঃ দিয়ে রাখুন । আবেদন ফি ২৫০ টাকা সহ মোট ২৮০ টাকা বিকাশের মাধ্যমে প্রথমে দিতে হবে । এবং যে নাম্বার থেকে টাকা দিবেন সে নাম্বার এর লাস্ট চারটি সংখ্যা অথবা ট্রানযেকশন আইডি দিতে হবে ।
- Whatsapp – 01790944998
- Massenger – Mir Bhai
অথবা অনলাইনে নিজে নিজে আবেদন করুন –
আবেদন করতে যা যা দরকার
১. এসএসসি ও এইচএসসির রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার। (ssc+hsc Roll+Registration number)
২. সচল মোবাইল নম্বর
৩. পাসপোর্ট সাইজ এক কপি ছবি
৪. আবেদন ফি ২৫০ টাকা
অনার্স ১ম বর্ষে ভর্তি আবেদন করতে সর্বনিম্ন কত পয়েন্ট লাগবে?
সাইন্স- SSC 3.50 & HSC 3.50
ব্যবসায় – SSC 3.50 & HSC 3.50
মানবিক- SSC 3.50 & HSC 3.00 পয়েন্ট থাকতে হবে…
কত সালের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে?
কেবলমাত্র সে সকল ছাত্রছাত্রীই আবেদন করতে পারবে যারা SSC ২০১৮ বা ২০১৯ ও HSC ২০২০ অথবা ২০২১ সালে পাশ করেছে!
একজন ছাত্রছাত্রী কয়টি কলেজে আবেদন করতে পারবে?
উত্তর:- একজন ছাত্রছাত্রী প্রথমিক পর্যায়ে একটি কলেজে আবেদন করতে পারবে এবং আবেদনের প্রথম পর্যায়ে কোন কলেজে চান্স না পেলে সে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করবে।কোন স্টুডেন্ট দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে সে প্রথম রিলিজ স্লিপের মাধ্যমে ৫ টি কলেজে আবেদন করতে পারবে। কোন ছাত্রছাত্রী প্রথম রিলিজ স্লিপে কোন কলেজে চান্স না পেলে দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে ৭ টি কলেজে আবেদন করতে পারবে।
আবেদন এরপরে ছাত্রছাত্রীদের করণীয় কাজ হলো আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে আবেদনের প্রিন্ট কপি ও ২৫০ টাকা ফ্রি বাবদ স্ব-শরীরে ১১ ই জুনের মধ্যে জমা দিবেন।
আবেদন এর প্রিন্ট কপি ও ফি কলেজে জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
আরো বিস্তারিত পড়ুন – অনার্স ভর্তি অনলাইন অবেদন করার নিয়ম
অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩ জুলাই ২০২২ See less



Post Related Things: Nu Admission 2022, National university 1st year admission, how to apply for honours 1st year, অনার্স ভর্তি , জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন , অনার্স ১ম বর্ষ আবেদন, অনার্স প্রথম বর্ষ,