বাংলা ঈদ মোবারক পিকচার কালেকশন ২০২২ : ঈদ আমাদের মাঝে আসে আন্দন নিয়ে। তাই ২০২২ সালের ঈদের এসএমএস, স্ট্যাটাস ও ঈদ মোবারক পিকচার 2022 নিয়ে আজকের আয়োজন । ঈদ মোবারক ছবি, ঈদ মোবারক image এবং ঈদ মোবারক HD PNG পিকচার ডাউনলোড করুন ।
ঈদ মোবারক পিকচার কালেকশন ২০২২
এখানে থাকছে বর্তমানমান সময়ে বেশ কিছু সেরা সেরা ঈদ পিকচার । যা আপনি চাইলে আমাদের ব্লগ সাইট থেকে ডাউনলোড করে নিয়ে আপনি আপনার প্রিয় মানুষদের কাছে সেন্ড করতে পারবেন ।
ঈদের পিকচার ২০২২ মেসেজ গুলো বিভিন্ন ছন্দে এবং গানে নিম্নে ঈদ মোবারক পিকচার অথবা ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ হিসেবে দেয়া হলো :


দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ,
সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল ।
ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।
কেমন হবে আপনি যদি ঈদের দিনে আপনার প্রিয় মানুষটিকে একটি লাল গোলাপ ফুলের ছবি hd ফমেটের পিকচার সেন্ড করেন তাহলে আমার মতে অনেক ভালো হয় তাই না ।

চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”
কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”
মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে
জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”
ঈদ মোবারক.
রেখেছো কি চাঁদের খবর,
কাল নাকি ঈদুল ফিতর,
সাজবে তুমি সাজবে সবাই,
সাজবে তোমার বাড়ি,
দরজাটুকু খোলা রেখো,
আমিও আসতে পারি,
“ঈদ মুবারক”
আকাশ মাটিকে বলছে ,
সূর্য পৃথিবীকে বলছে
চাঁদ তারাকে বলছে ,
আর আমি তোমাকে বলছি!
“ঈদ মুবারক”

ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।

তুমি হাসি খুশী থেকো
যেমন হাসি থাকে ফুলে,
দুনিয়ার সব দুঃখ যাক তোমায় ভুলে,
দুহাত উড়ায় আজ আকাশে
হয়ে যাও আজ পাখি
আজ হলো তোমার খুশীর ঈদ,
Bangla eid mubarak photo



Post Related Things: eid sms bd, bangla sms, eid mubarak wishes, eid funny sms, agrim eid mubarak, eid-ul-fitr 202, eid mubarak status download, eid mubarak wishes, ramadan mubarak status, eid mubarak photos, ঈদ মোবারক, ঈদ মোবারক ২০২২, ঈদ মোবারক ছবি, ঈদ মোবারক 2022, ঈদ মোবারক কবে, ঈদ মোবারক বাংলা, ঈদ মোবারক স্ট্যাটাস,