খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (DGFOOD Job Circular 2023) প্রকাশিত হয়েছে। ডিজি ফুড নিয়োগটি তাদের www.dgfood.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে। ২২ টি পদে মােট ১৩৭৭ জন লােক নিয়ােগ দেওয়া হবে।
ডিজিফুড সার্কুলার ২০২৩ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পাবে আবেদন শুরু হবে ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ হতে। এই পােস্টের মাধ্যমে আমরা খাদ্য অধিদপ্তর (ডিজি ফুড) নিয়োগ ২০২৩ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে।
Table of Contents
খাদ্য অধিদপ্তর হল বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর, যা বাংলাদেশে খাদ্য ব্যবস্থাপনা ও নীতি নির্ধারণ করে থাকে। এটি খাদ্য মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে খাদ্য অধিদপ্তরের চাকরিটি অন্যতম। ডিজি ফুড চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন।
খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বিবরণ | তারিখ | সময় |
---|---|---|
আবেদনের শুরু সময় | ১২ সেপ্টেম্বর ২০২৩ | সকাল ১০ টা |
আবেদনের শেষ সময় | ১১ অক্টোবর ২০২৩ | বিকেল ০৫ টা |
১। উপ-খাদ্য পরিদর্শক -৩৫৬ জন।
২। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর -০৩ জন।
৩। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর -১১ জন।
৪। উচ্চমান সহকারী -০৪ জন।
৫। ল্যাবরেটরি টেকনিশিয়ান -০৩ জন।
৬। মেকানিক্যাল ফোরম্যান -০৩ জন।
৭। ইলেকট্রিক্যাল ফোরম্যান -০২ জন।
৮। সহকারী উপ-খাদ্য পরিদর্শক – ২২২ জন।
৯। অপারেটর -১৭ জন।
১০। সহকারী ফোরম্যান -০৩ জন।
১১। মিলরাইট -০৫ জন।
১২। ইলেকট্রিশিয়ান -১০ জন।
১৩। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -৩৪৬ জন।
১৪। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর -৬৮ জন।
১৫। ল্যাবরেটরি সহকারী -০২ জন।
১৬। সহকারী অপারেটর -৩৩ জন।
১৭। স্টেভেডর সরদার -০৬ জন।
১৮। ভেহিক্যাল মেকানিক -০৯ জন।
১৯। সহকারী মিলরাইট -০৬ জন।
২০। মিল অপারেটিভ -১১৭ জন।
২১। সাইলো অপারেটিভ -১৪৪ জন।
২২। স্প্রেম্যান -০৭ জন।
খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :




