ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপি সার কারখানা) ১৮ টি শুন্য পদে ৯৪ জনকে নিয়োগ দেবে । আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০২২ তারিখ । বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (dap fertilizer company ltd job circular)- ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (ডিএপিএফসিএল) প্রকাশিত সার্কুলারটি বিস্তারিত দেওয়া হয়েছে।
ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিঃ নিয়োগ
dapfcl Job circular: ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিঃ এ বিভিন্ন পদে ৯৪ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এজন্য ডিএপিএফসিএল (DAPFCL) বা ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড সম্প্রতি একটি জব সার্কুলার যথাযথ কর্তৃপক্ষ প্রকাশ করেছে।
- ক্যাটাগরি: ১৮ টি
- শূন্যপদের সংখ্যা: ৯৪ টি
- চাকরির ধরণ: ফুল টাইম
- আবেদন ফি: ২০০/- টাকা
- আবেদন মাধ্যম: ডাকযোগে
- ওয়েবসাইট – dapfcl.gov.bd
- আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২২
dap fertilizer company ltd job application form pdf download


আবেদন সংক্রান্ত সকল তথ্য
আগ্রহী সকল প্রার্থীকে পরিষ্কার সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রে যে সকল তথ্য প্রদান করবেন তার লিস্ট নিচে দেওয়া হলোঃ
- পদের নাম
- প্রার্থীর নাম,
- পিতার নাম,
- মাতার নাম,
- স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে),
- বর্তমান ঠিকানা,
- স্থায়ী ঠিকানা,
- নিজ জেলা,
- জন্ম তারিখ,
- ৩১ জুলাই ২০১২ তারিখে প্রার্থীর বয়স,
- জাতীয়তা,
- ধর্ম,
- বৈবাহিক অবস্থা।
আবেদনপত্রের সাথে যে সকল দলিলাদি সংযুক্ত করবেন তার লিস্ট নিচে দেওয়া হলোঃ
- ২০০/- টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার,
- সদা তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি,
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদ,
- অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) সনদ,
- নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্র,
- ওয়ার্ড কমিশনার/ইউনিয় পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
*** উল্লিখিত দলিলাদি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে।
আবেদনপত্র প্রেরণের ঠিকানা
আগামী ৩১ আগস্ট ২০২২ তারিখের মধ্যে নিম্নবর্ণিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবেঃ
ব্যবস্থাপনা পরিচালক,
ডিএপিএফসিএল,
রাঙ্গাদিয়া, আনোয়ারা, চট্টগ্রাম।
ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2022
অন্যান্য তথ্য
- বর্তমানে কোন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এমন প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে।
- মৌখিক পরীক্ষার সময় সকল সার্টিফিকেট বা সনদপত্রের মূল কপি নিয়ে উপস্থিত থাকতে হবে।
- আবেদন পত্র অসম্পূর্ণ হলে তা বাতিল বলে গণ্য হবে।
- কোন প্রার্থী নিয়োগ লাভের জন্য জালিয়াতি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- কোন প্রকার সুপারিশ বা তদবীর করলে আপনার প্রার্থীতা বাতিল করা হবে।
- নিয়োগ পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
- ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সম্পর্কিত পরবর্তী যে কোন তথ্য এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন।
Post Related Things: ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিঃ নিয়োগ, ডিএপি সার কারখানা, ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিঃ, পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী, বাংলাদেশ সার, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড, ডিএপি জব, dapfcl, dap fertilizer bangladesh, dap chittagong,