Tarabo Paurashava: নারায়ণগঞ্জের তারাব পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারাব পৌরসভা কার্যালয়টিতে নিম্নে উল্লেখিত শূন্যপদ গুলোতে সরাসরি জনবল নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে। রুপগঞ্জ তারাব পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বিস্তারিত দেওয়া হলো
তারাব পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
১। পদের নামঃ সহকারি আদায়কারী
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ৯৭০০-২৩৪৯০ টাকা
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।
২। পদের নামঃ সহকারী এসেসর
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৯৭০০-২৩৪৯০ টাকা
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।
৩। পদের নামঃ কোষাধক্ষ্য
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।
৪। পদের নামঃ সহকারী লাইসেন্স পরিদর্শক
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমান ডিগ্রী।
৫। পদের নামঃ হিসাব সহকারি
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমান ডিগ্রী।
৬। পদের নামঃ নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমান ডিগ্রী।
৭। পদের নামঃ কার্যসহকারী
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমান ডিগ্রী।
৮। পদের নামঃ টিকাদানকারী
পদ সংখ্যাঃ ৭ টি
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
৯। পদের নামঃ ট্রাক চালক
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা
যোগ্যতাঃ অষ্টম শ্রেণি।
১০। পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ৫ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতাঃ অষ্টম শ্রেণি।
১১। পদের নামঃ নৈশ প্রহরী
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতাঃ অষ্টম শ্রেণি।
আবেদন প্রক্রিয়াঃ ডাকযোগে
আবেদন শুরুঃ ২০ ফেব্রুয়ারি ২০২২
আবেদনের শেষ তারিখঃ ১৩ মার্চ ২০২২
আবেদনের নিয়মঃ
প্রার্থীকে মেয়র, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ১৩ মার্চ ২০২২ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে অবশ্যই মেয়র, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ পৌছাতে হবে।
উক্ত তারিখের পর কোন ভাবেই আবেদনপত্র গ্রহণ করা হবে না। সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চাকরির আবেদন ফরম-এর মাধ্যেম আবেদন করতে হবে। এ আবেদনপত্রের ফরমটি www.tarabopaurashava.com হতে ডাউনলােড করা যাবে।
প্রার্থীর বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ১৩ মার্চ ২০২২ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি
আবেদন ফি বাবদ প্রার্থীকে ৩০০ টাকা মেয়র, তারাব পৌরসভা এর অনুকূলে যে কোন তফসিলি ব্যাংক হতে ব্যাংক ড্রাফট/ পে অর্ডার জমা দিতে হবে এবং রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
Tarabo pourashava job circular 2022

তারাব পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Tarabo Municipality Office Job circular
Post Related Post: pourashava job circular 2022, pourashava job circular 2022, kushtia pourashava job circular 2022, faridpur pourashava job circular 2022, tarabo pourashava job circular, tarabo pourashava job circular 2022, chhagalnaiya pourashava job circular, faridpur pourashava job circular 2022, lalmonirhat pourashava job circular, jessore pourashava job circular 2022, tarabo pourashava job circular 2020, debidwar pourashava job circular 2022,