Edu Infoপ্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২২

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২২

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২২ : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাতে একজন অংশগ্রহণকারী হয়ে থাকেন, তবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২২ PDF ডাউনলোড করুন । শেষ মুহূর্তে নিজেকে ভালভাবে প্রস্তুতির জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব।

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২২

এবারের প্রাইমারি শিক্ষক নিয়োগ এর জন্য ৪৫ হাজার শিক্ষক নিয়োগ মোট চার ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সকলেই জানি যে প্রাইমারি শিক্ষক নিয়োগ এর পরীক্ষা প্রতি জেলায় অনুষ্ঠিত হয় ।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস এ প্রধানত ৬টি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। এগুলো হচ্ছে- ১. বাংলা, ২. English ৩. গণিত, ৪. সাধারণ জ্ঞান, ৫. সাধারণ বিজ্ঞান এবং ৬. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।

তবে এগুলো আলাদা আলাদা বিষয় হলেও বিষয়গুলোর অনেকগুলো শাখা রয়েছে। যেমন বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন করা হয়। আবার সাহিত্য অংশ থেকেও প্রশ্ন করার সুযোগ রয়েছে।

আরো দেখুন – প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২

প্রাথমিকের সহকারি শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ খ্রিষ্টাব্দের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির বাস্তবতায় নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি।পূর্বের বিজ্ঞপ্তির শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরের শূন্যপদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 সর্বশেষ জানা যায় আগামী ৮ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। সর্বমোট ৫ ধাপে পরীক্ষা সম্পর্ণ করা হবে।  

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পাস মার্ক কত?

আপনারা জানেন যে, ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় (এমসিকিউ) প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

এখানে যেহেতু  কাট মার্কস রয়েছে সেহেতু পরীক্ষায় পাশ কত নম্বরে হবে তা বলা মুশকিল । প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মধ্যে কাট মার্কস থাকলে তার নিশ্চয়ই পাশ নম্বর সঠিকভাবে বলা যায় না । তাই পরীক্ষার হলে বেশ ভালো করলেও তাদের কিছু নম্বর কাটা যাবে। তাই কাট মার্কস ৬৫ থেকে ৭০ এর মধ্যে থাকবে।

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের মানবন্টন

পরীক্ষাটি ১০০ নম্বরের মধ্যে ক) লিখিত পরীক্ষায় ৮০ ও খ) মৌখিক পরীক্ষায় বরাদ্দ থাকবে ২০ নম্বর। এখানে লিখিত পরীক্ষা এমসিকিউ আকারে নেওয়া হবে।

  • বাংলা ২০নাম্বার,
  • গণিত ২০নাম্বার,
  • ইংরেজি ২০নাম্বার,
  • সাধারণ জ্ঞানের ২০নাম্বার,
  • প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি নৈর্ব্যত্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
  • ইংরেজি-২০ টি প্রশ্ন থাকবে: এখানে ইংরেজি সাহিত্য থেকে খুব বেশি প্রশ্ন আসেনা। মূলত্ব প্রশ্ন আসে গ্রামার থেকে। এর জন্য গ্রামার এর বিষয় গুলো পড়তে পারেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২২

তাই আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২২ এ সিলেবাসের সবগুলো বিষয় উল্লেখ করেছি এবং প্রতিটি বিষয়ের যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হবে; সেগুলোও উল্লেখ করেছি। নিচের তালিকা থেকে এবছরে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষার বইটির ডেমু সাজেশনটি দেখে নিন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ বই pdf
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ pdf
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ pdf

 কোর্সটিকায় আমরা চাকরীর নিয়োগ পরীক্ষার বিভিন্ন সাজেশন, উত্তরসহ প্রশ্নব্যাংক এবং প্রস্তুতি সহায়ক টিপস শেয়ার করেছি। যা নিচে দেওয়া লিংক থেকে দেখা যাবে।

২০-০৪-২০২২ তারিখ অনুষ্ঠিত চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান ও বিশ্লেষণঃ

২। 2x = 3y + 5 হলে 4x – 6y = কত?

(ক) 10             (খ) 15              (গ) 20              (ঘ) 12

উত্তরঃ ১০

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১৫৮  প্রশ্ন- ৩৩

৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?

(ক) ৭               (খ) ৫০             (গ) ৫১             (ঘ) ৬০

উত্তরঃ ৫১

৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

(ক) 6   (খ) 3    (গ) 4    (ঘ) 5

উত্তরঃ ৫

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১৬১ প্রশ্ন ৪

১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?

(ক) ৫০                        (খ) ৬০             (গ) ৭০             (ঘ) ৮০

উত্তরঃ ৬০

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১৩০  অনুরূপ

১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?

(ক) .০১                        (খ) ১                (গ) .২              (ঘ) .১

উত্তরঃ .০১

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১২৭   অনুরূপ

১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

(ক) ৮৮৯৮       (খ) ৯৮৯৯        (গ) ৯৯৯৯        (ঘ) ৯১৯৯

উত্তরঃ  ৯৮৯৯

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১২৭   অনুরূপ

১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?

(ক) ১৯৬          (খ) ৯৮             (গ) ৯৬            (ঘ) ১৯২

উত্তরঃ ৯৮

১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

(ক) ৭২০          (খ) ১২০০         (গ) ৫০০          (ঘ) ৬০০

উত্তরঃ ৫০০

২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?

(ক) ৩১             (খ) ৩৯             (গ) ৭১             (ঘ) ৪১

উত্তরঃ ৩১

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১৩২ অনুরূপ

২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?

(ক) ১০ ও ২৪ (খ) ১০ ও ১৬ (গ) ৭ ও ১১ (ঘ) ১২ ও ১৮

উত্তরঃ  ১০ ও ১৬

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১৪৮ প্রশ্ন  নিয়ম ৮

৩১। x+y=12 এবং xy=2 হলে xy এর মান কত?

(ক) ৪৫ (খ) ৩০ (গ) ৪০ (ঘ) ৩৫

উত্তর: ৩৫

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১৫৯

৩৫। প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল কত?

(ক) ৮১ (খ) ১০০০ (গ) ১০৯ (ঘ) ১০০

উত্তর: ১০০

৪৭। ৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত?

(ক) ৫৯  (খ) ১০১   (গ) ৭৫  (ঘ) ১০২

উত্তর: ১০১

৪৮। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?

(ক) ২০০ মিটার   (খ) ৫০০ মিটার   (গ) ৪০০ মিটার  (ঘ) ৩০০ মিটার

উত্তর: ৪০০

৫৩। একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?

(ক) ৫৫৫০       (খ) ৪৭৫০        (গ) ৫০০০        (ঘ) ৫২৫০

উত্তর: ৫০০০

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১৩৭ নিয়ম-৪

৫৪। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?

(ক) ৯৭ (খ) ৮৩ (গ) ৮৭ (ঘ) ৯৩

উত্তর: ৯৭

৫৬। ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?

(ক) কোনটিই নয় (খ) ৫৬         (গ) ৬০ (ঘ) ৩২

উত্তর: (খ) ৫৬

জব’স পাসওয়ার্ড পৃষ্ঠা-১৫৯ অনুরূপ

৫৯। x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?

(ক) z/x<z/y      (খ) xz<yz        (গ) xz>yz        (ঘ) x/z>y/z

উত্তর: (খ) xz<yz

৭০। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বা ছোট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?

(ক) ২১ মিটার (খ) ৫৬ মিটার (গ) ৭ মিটার (ঘ) ১৪ মিটার

উত্তর: (ঘ) ১৪ মিটার

৮০। নিচের কোনটি মৌলিক সংখ্যা?

(ক) ৯ (খ) ৮ (গ) ৪ (ঘ) ২

উত্তর: (ঘ) ২

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১২৭

দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতিঃ  গণিতের প্রস্তুতির জন্য আপনাকে কৌশলি হতে হবে। বাজারে  যত গণিত বই আছে কোনটাই ৪০০-৫০০ পেজের কম নয় , আর প্রশ্ন আছে কম করে হলেও কয়েক হাজার।

তাই শেষ সময়ের প্রস্তুতির জন্য আপনার  আগের পরিকল্পনা অনুযায়ী একটা নিয়মের একটা অঙ্ক করেই দ্রুত সময়ে শেষ করা উচিৎ ।যা অল্প সময়ে আপনাকে ভাল রেজাল্ট করতে সাহায্য করবে।

তাই আপনার উচিৎ হবে একটা নিয়মের অঙ্ক একটা করে করা তাহলে আপনি সহজেই ১০-১২টা অঙ্ক করেই সেই অধ্যায়ের প্রায় ১০০-২০০টা অঙ্ক রিভিশন দিতে পারবেন। আপনি যদি আগে থেকেই এমন পরিকল্পনা না করে থাকেন তাহলে  জব’স পাসওয়ার্ড বই অথবা জব’স পাসওয়ার্ড এর “প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট” বইটি ফলো করতে পারেন।

বইটি এমনভাবে সাজানো হয়েছে যে প্রতিটা অধ্যায়ের ১০-১২টা অঙ্ক করলেই অধ্যায়ের প্রায় সকল অঙ্ক শেখতে পারবেন । দ্রুত গণিতের রিভিশনের জন্য একই নিয়মের ১-২ টার বেশি অঙ্ক করাই ফলপ্রসূ হবে। এতে করে আপনি সহজে রিভিশন দিতে পারবেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বই

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন বই ভালো অনেকেই জানতে চেয়েছেন । সকল বিষয়ের প্রস্তুতির জন্য আপনি যদি একটি বই চান তবে অবশ্যই আপনাকে প্রাইমারী শিক্ষক নিয়োগ গাইড (Primary Ghuide PDF) বইটি সংগ্রহ করতে হবে ।

এখানে সকল বিষয়ের বিস্তারিত তথ্যের পাশাপাশি প্রাইমারি নিয়োগের বিগত বছরের প্রশ্ন ও মডেল টেষ্ট সংযুক্ত করা আছে ।

১. বাংলা

এক কথায় প্রকাশ/বাক্য সংকোচন
বাগধারা
কারক-বিভক্তি
সন্ধি
শুদ্ধ-অশুদ্ধ বানান
সমার্থক শব্দ
বিপরীতার্থক শব্দ
শব্দার্থ
সাধু ও চলিত রূপ
সমাস
পদ প্রকরণ
বাচ্য
বাংলা ক্রিয়ার কাল
বিরাম চিহ্ন
পরিভাষা
বিশিষ্ট অর্থবাচক শব্দ
দ্বিরুক্ত শব্দ
অব্যয়
উপসর্গ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিকদের রচিত গ্রন্থ
কবি-সাহিত্যিকদের বিখ্যাত উক্তি
কবি-সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি

২. English

Identifying Parts of Speech
Sentence Correction
Preposition
Synonym and Antonym
One Word Substitution
Correct Spelling
Phrase and Idioms
Subject-Verb Agreement/Right form of Verbs
Tense
Voice Change
Narration
Sentences
Article
বিভিন্ন প্রকার Modifier
Singular and Plural Number
While/When hy³ sentence
Conditional Sentence
Degree
ইংরেজি সাহিত্য
William Shakespeare
ইংরেজি সাহিত্যের বিখ্যাত গ্রন্থ ও লেখকদের নাম

৩. গণিত

বীজগণিতের মান নির্ণয়
বীজগণিতের সমীকরণ
গড়
সংখ্যা
শতকরা
সুদকষা
লাভ-ক্ষতি
উৎপাদক
সময় ও দূরত্ব
অনুপাত
ভগ্নাংশ
বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়
ল.সা.গু ও গ.সা.গু
কাজ ও সময়
লোক ও খাদ্য
বয়স
নৌকা ও স্রোতের বেগ
ধারার অজানা পদ
বিভিন্ন প্রকার দশমিকের গুণ
বিভিন্ন প্রকার কোণ
চতুর্ভুজ
ত্রিভুজ
বৃত্ত

৪. সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি

মুক্তিযুদ্ধ
মুজিবনগর সরকার
বীরশ্রেষ্ঠ
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূ-প্রকৃতি
নদ-নদী ও নদ-নদীর উৎপত্তিস্থল
প্রাচীন বাংলার ইতিহাস
বাংলাদেশের প্রথম
জাতীয় বিষয়াবলি
ভাষা আন্দোলন
যুক্তফ্রন্ট ও ছয়দফা
মুঘল আমল
বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি
ঐতিহাসিক স্থান ও স্থাপনা
আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ
মুক্তিযুদ্ধের বিভিন্ন গ্রন্থ ও চলচ্চিত্র
সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ও সংশোধনী
প্রাচীন বাংলার জনপদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের ভৌগোলিক উপনাম
শেখ হাসিনার বিভিন্ন পুরস্কার
গুরুত্বপর্ণ সাম্প্রতিক

৫. সাধারণ জ্ঞান আর্ন্তজাতিক বিষয়াবলি

বিশ্বের গুরুত্বপর্ণ দেশ
জাতিসংঘ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংগঠন
বিশ্বের ভৌগোলিক উপনাম
বিখ্যাত স্থান, শহর ও দ্বীপ
বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও সদরদপ্তর
গুরুত্বপূর্ণ সাম্প্রতিক

৬. সাধারণ বিজ্ঞান

পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন
মৌলিক পদার্থ
ধাতু ও অধাতু
চৌম্বক পদার্থ
তরঙ্গ ও শব্দ
বিভিন্ন প্রকার গ্যাস ও জ্বালানি
বায়ুমণ্ডল
গ্রিন হাউজ গ্যাস
জেনেটিক্স
মানবদেহ
খাদ্য ও ভিটামিন
পরমাণু ও পরমাণুর গঠন
বিভিন্ন প্রকার কালচার (চাষ)
বিভিন্ন প্রকার পরিমাপক যন্ত্র

৭. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার সংগঠন
ইনপুট-আউটপুট ডিভাইস
মেমরি
ইন্টারনেট
মডেম
সফটওয়ার
ই-মেইল
কম্পিউটারের বৈশিষ্ট্য

Post Related Things: প্রাইমারি শিক্ষক নিয়োগ সাজেশন, প্রাইমারি শিক্ষক নিয়োগ সাজেশন ২০২২, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২২, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশন, এক্সিলেন্ট প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রশ্নব্যাংক ও সাজেশন, প্রাইমারি নিয়োগ পরীক্ষার ফাইনাল সাজেশন, প্রাইমারি নিয়োগ পরীক্ষার ফাইনাল সাজেশন ২০২২, প্রাইমারি শিক্ষক নিয়োগ সাজেশন ২০২২, প্রাইমারি শিক্ষক নিয়োগ সাজেশন ২০২১, প্রাইমারি শিক্ষক নিয়োগ 2022,

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -