Wednesday, June 7, 2023
Homeআজকের সর্বশেষ খবরনতুন ১০০+ মেয়েদের সুন্দর ফেসবুক আইডির নাম ২০২৩

নতুন ১০০+ মেয়েদের সুন্দর ফেসবুক আইডির নাম ২০২৩

ফেসবুক আইডির নাম ২০২৩: নতুস ফেসবুক আইডির নাম ২০২৩ ফেসবুক,হোয়াটস্যাপ, ইমু, টিকটক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ব্যবহার করার জন্য ১০০+ মেয়েদের সুন্দর ফেসবুক আইডির নাম ২০২৩ দেওয়া হয়েছে । মেয়েদের সুন্দর ফেসবুক আইডির নামগুলো আপনার ব্যবহার করে নতুন ফেসবুক আইডি খুলতে পারবেন ।

নতুন ফেসবুক আইডি নাম

মেয়ে আইডির সুন্দর নাম দেওয়া হলোঃ-

• নাফিজা হোসেন
• ফারহানা ইসলাম
• ফাহরানা প্রমি
• নাদিয়া জানান ইপ্তি
• মাইশা আক্তার
• মাইশা রহমান
• রহিমা রহমান
• মুক্তা বেগম
• খাদিজা বেগম
• আসমা পারভীন
• তাফীরহা জামান
• ইসরাত জাহান
• তাহুরা ইসলাম
• আন্না বেগম
• মাহিয়া মাহি
• প্রমি আক্তার
• নাজিফা তুশি

মেয়েদের ফেসবুক আইডির নাম অনেকে কাব্যিক রাখতে ভালবাসে। অনেকেই ছদ্দ নাম ব্যবহার থাকে করেন নিজের নাম পরিচয় লুকানোর জন্য। অনেকেই শখ করে আজগুবি নাম ব্যবহার করে থাকে। মেয়েদের ফেসবুক নাম যে রকমই হোক আলাদা একটা সৌন্দর্য ফোটে উটে তবে ফেসবুকের সবচেয়ে বড় বিড়ম্বনা হলো নাম বিভ্রাট, সঙ্গে ছবি বিভ্রাটও।

আরো পড়ুন – হ্যাপি নিউ ইয়ার ২০২৩ স্ট্যাটাস এসএমএস, কবিতা, বাণী ও ছবি

ফেসবুক আইডি কিভাবে খুলতে হয়?

মোবাইল দিয়ে ফেসবুক একাউন্ট একাউন্ট খোলা যাবে ফেসবুক অ্যাপ বা ব্রাউজার ব্যবহার করে। মোবাইলে ফেসবুক একাউন্ট খুলতে হলেঃ

  • ফেসবুক অ্যাপে প্রবেশ করুন বা ব্রাউজার থেকে Facebook.com এ প্রবেশ করুন
  • Create New Account বাটনে চাপ দিন
  • এরপর Next চাপুন
  • এরপর আপনার নামের প্রথম অংশ First Name বক্সে ও শেষের অংশ Last Name বক্সে লিখুন
  • এরপর জন্মতারিখ সিলেক্ট করুন
  • লিঙ্গ সিলেক্ট করুন
  • এরপর ফেসবুক একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিন। ছোটহাত বড়হাতের অক্ষর, চিহ্ন এবং সংখ্যা মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করতে পারলে সেগুলো শক্তিশালী পাসওয়ার্ড হবে, যা হ্যাক হওয়ার ঝুঁকি কম থাকবে। পাসওয়ার্ড হুবহু মনে রাখতে হবে, তা না হলে পরে আর লগইন করতে পারবেন না। পাসওয়ার্ড লিখে Next এ ক্লিক করুন
  • এরপর Log in with one tap অপশন শো করলে আপনার পছন্দেরটি সিলেক্ট করুন, যার মাধ্যমে পরবর্তীতে এক ক্লিকেই ফেসবুকে একাউন্টে লগিন করা যাবে
  • এরপর আপনার দেওয়া ইমেইল বা ফোন নাম্বারে একটি মেইল বা মেসেজ যাবে
  • মেইল বা মেসেজে পাওয়া কোডটি ফেসবুকে প্রদান করে Confirm চাপুন
  • এরপর ফেসবুক থেকেই আপনার আশেপাশের কিছু মানুষকে ফ্রেন্ড হিসেবে এড করতে বলা হবে
  • প্রদর্শিত কাউকে এড করতে না চাইলে Skip চাপতে পারেন
  • এরপর প্রোফাইল পিকচার আপলোড করতে বলা হবে, যা চাইলে তৎক্ষণাৎ বা পরেও করতে পারবেন
  • উল্লিখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার নতুন ফেসবুক একাউন্ট তৈরী হয়ে যাবে।

মেয়ে ফেসবুক আইডির নাম

আপনি যদি মেয়ে হয়ে থাকেন এবং আপনি ফেসবুকে একটি আইডি খুলতে চান। তাহলে অবশ্যই আপনাকে একটি ভালো নাম দিতে হবে যার দ্বারা আপনি অনেক কিছু সবাইকে বোঝাতে পারবেন।

অনেকে রোমান্টিক ফেসবুক নাম দিয়ে থাকে। আবার অনেকেই ইসলামিক মেয়েদের নাম দিয়ে থাকে। আবার কেউ আছে ফেসবুকের আজব নাম লিখে সার্চ করে।আমরা আজকের এই পোস্টে যাবতীয় সকল মেয়েদের ফেসবুক আইডির নাম নিয়ে কথা বলেছি।

সুন্দর ফেসবুক আইডির নাম
সুন্দর ফেসবুক আইডির নাম

  প্রেমময় জীবন
• ভালোবাসা প্রিয় বালক
• আবেগহীন জীবন
• অমাবস্যার চাদ
• পূর্নিমার আলো
• গল্পহীন বালক
• গল্পহীন ছেলে
• ব্যর্থ বালক
• কালো ছেলে
• সুষ্ঠ মস্তিষ্ক
• ঠান্ডা মানুষ
• কুল বয়
• সাহসী বালক

মেয়েদের রোমান্টিক ফেসবুক নাম

আপনার প্রোফাইলে রোমান্টিক ফেসবুক নাম দিতে চান তাহলে “রোমান্টিক ফেসবুক নাম” এই অংশটুকু শেষ পর্যন্ত পড়তে থাকুন।

• চকলেট পাগলি
• কাঠের পুতুল
• স্বপ্নের নায়িকা
• মিস্টি কথন দুষ্ট মেয়ের
• মায়াবতী কন্যা
• ঘাস ফরিং
• আকাশ কুসুম কল্পনা
• দুঃখ হীন বালিকা
• অভিমানী বালিকা
• নীল আকাশের পরী
• ভাবনার পরী
•  শ্রাবনের কবি
• গোলাপী নারী
• প্রেমময় জীবন
• সূর্যের আলো
• আলোহীন বালিকা
• ভালোবাসা হীন নারী
• নিষ্পাপ নারী
• আকাশের তারা
• শুকতারার আলো
• পাথীক হীন বালিকা
• অসমাপ্ত বালিকা
• কুয়াশাচ্ছন্ন সকাল
• মায়াবিনী কন্যা
• বিরহীনী নারী
• অন্তহীন ভালোবাসা
• মেঘ কন্যা
• স্বপ্নহীন কবিতার মেয়ে

নতুস ফেসবুক আইডির নাম ২০২৩

রুপসী অপ্সরা
শূন্য চিরকুট
কালো পরি
অভিমানী বালিকা
ছোঁয়া মণি
মায়াবী কন্যা
রিমঝিম বৃষ্টি
অচেনা নীলপরি
ভোরের আলো
নীড় হাড়া পাখি
কষ্ট হীন প্রেমিকা
নীল আকাশ
ভাবনার আগুন
অচিন পাখি
নয়ন ভরা জল
নকশী গাঁধা মলা
আফসানা জাহান মিম
অবন্তিকা আরাবিয়া
অরনি মেঘালয়
মেঘকন্যা
রাইসা জামান
অব্যক্ত কথাগুলো
তাহমিনা আক্তার তানিশা
তামান্না খানম
অতীতের স্বপ্নগুলো
ফাতেমা জান্নাত রুহি
তাবাসুম ইবনে হাসিব
মারিয়াম শানু
তাসফিয়া মিফতাহুল জান্নাত
ধূসর জীবন
তাসলিমা বিনতে জামান
সুমাইয়া ইবনে কুলসুম
শাবনুর ইয়ামিন
প্রেমহীন জীবন
মায়াবী রাজকন্যা

মেয়েদের ফেসবুক আইডির নাম

এখানে আমরা মেয়েদের রোমান্টিক ফেসবুক আইডির নাম নিয়ে কথা বলবো। তাই যারা মেয়ে ফেসবুক আইডির নাম জানতে চান।আকর্ষণীয় সকল ফেসবুক আইডির নাম জানতে পারবেন। এবং আপনি চাইলে এটি সংগ্রহ করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন।

স্বপ্নের পুতুল
রুপসী অপ্সরা
জল কাব্য
শূন্য চিরকুট
অচেনা অতিথি
নীল পাখি
মুক্ত জীবন
মেঘলা আকাশ
রাজ্য হারা রাজকুমার
শুধু তোমার জন্য
নিশ্চুপ অভিমানী
নীড় হাড়া পাখি
কষ্ট হীন প্রেমিকা
দুষ্টু মেয়ের মিষ্টি কথা
শূন্য পৃথিবী
একাকী জীবন

শীর্ষ 1000 ফেসবুক নাম সমূহ

ফেসবুকে মেয়েদের আইডির নাম অনেক গুরুত্ব বহন করে। কেউ কেউ এমন নাম ব্যবহার করে যার দ্বারা ছেলের আকৃষ্ট হয়ে থাকে। তাই মেয়েদের আইডির নাম পেতে পোস্টটি ভালোভাবে পড়েন।

মেয়েদের ফেসবুক আইডির নাম

  1. মিম
  2. সাদিয়া
  3. সুলতানা
  4. অবুঝ বালিকা
  5. ফারিয়া
  6. রাজকন্যা
  7. সুমি
  8. কিউট পাগলি
  9. মনি
  10. ময়না
  11. মনিরা
  12. প্রিয়া
  13. অচেনা মেয়ে
  14. আফিয়া
  15. মহারাণী
  16. ইসরাত
  17. ফরিদা
  18. মিসরাত
  19. পারভীন
  20. আয়েশা
  21. মনিকা
  22. বাবার রাজকন্যা
  23. মৌসুমী
  24. মৌউ
  25. বীথি
  26. অবুঝ মেয়ে
  27. আশা
  28. সপ্নের রাজকন্যা
  29. আনিকা
  30. অনামিকা
  31. রুমী
  32. কেয়া
  33. কান্নিজ
  34. কনা
  35. ববিতা
  36. জান্নাত
  37. বৃষ্টি
  38. সৃষ্টি
  39. সুমাইয়া
  40. তানিয়া
  41. তানজিলা
  42. জয়া
  43. মাহিয়া
  44. ফারজানা
  45. সাথী
  46. ফারিন
  47. তাজিয়া
  48. তাহমিনা
  49. তমা
  50. ছিনতিয়া
  51. ইয়াসমিন
  52. মুন্নি
  53. সাহারা
  54. জুথী
  55. তাসমিয়া
  56. তিশা
  57. আফসানা
  58. মিমি
  59. সুরিয়া
  60. মুনতাহা
  61. রুহি
  62. রিয়া
  63. মারিয়া
  64. আফরিন
  65. নুশরাত
  66. তনু
  67. লামিয়া
  68. সানজিদা
  69. বুলবুলি
  70. টিয়া
  71. রুমানা
  72. অন্তরা
  73. মারিয়া
  74. শ্যামলী
  75. স্নেহা
  76. রুবী
  77. ছামিয়া
  78. অপরুপা
  79. কাজল
  80. লাকী
  81. লামিয়া
  82. জান্নাতুল
  83. রেশমা
  84. মুক্তা
  85. পায়েল
  86. রোকেয়া
  87. লীমা
  88. ইসিতা
  89. আদুরি
  90. মায়া
  91. সোহাগী
  92. মলি
  93. মারুফা
  94. উম্মেহানি
  95. কেয়া
  96. কবিতা
  97. সারিকা
  98. নন্দিনী
  99. লাবনী
  100. সানজিদা
  101. সিমা
  102. আশা
  103. মাহাবুবা

বাংলা মেয়েদের ফেসবুক আইডির নাম

যারা বাংলা মেয়েদের ফেসবুক আইডির নাম পেতে চান। এখানে আমরা বাছাইকরণ শেষে বাংলা মেয়েদের সুন্দর সুন্দর নাম গুলো তুলে দিয়েছি। এনাম গুলো ব্যাবহার করে আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এগুলো অনেকটা ফেসবুকে স্টাইলিশ নাম হতে সাহায্য করবে। এবং আমাদের পোস্ট থেকে অদ্ভুত নামের তালিকা পেয়ে যাবেন।

আফসানা জাহান মিম
অবেলার ছায়াবতী
সায়রা আহমেদ
জান পাখি
ঈপ্সিতা সরকার ইলা
সাদিকা ইসলাম রোজা
নুসরাত রাহমান
নীলপরী
তাহিয়া সাবিকুন নুর
ইনোসেন্ট আকসা
অধরা প্রান্তি
আয়শা সিদ্দিকা
আলোর পথে
এসো আল্লাহর পথে
আমি মুসলিম
ইসলাম দ্বীন
আমি মুজাহিদ
সুন্দর মন
কদম ফুল
কালো কাক
কোকিল কণ্ঠী
সাদা মন
অতৃপ্ত ভালোবাসা
শরতের ছোঁয়া
জীবনের ডায়েরি
অচিন পুড়ের রাজকন্যা
কালো স্বপ্ন
স্বপ্নের চন্দ্রদ্বীপ
গোধূলির শেষ প্রহর
নীল কাব্য
তুমি আসবে বলে
মেঘ বালিকা
স্পন্দিত চাদর
প্রজাপতির ডানা
কুয়াশার চাদর
অবুঝ হৃদয়
গোধূলি বেলা
কষ্ট হীন প্রেমিকা
নীল আকাশ
ভাবনার আগুন
অচিন পাখি
নয়ন ভরা জল

সুন্দর ফেসবুক আইডির নাম

সুন্দর, সুন্দর, ফেসবুক, ইমো এবং টিকটক আইডির নাম এই পোস্টে পাওয়া যাবে। অনেকেই অনলাইনে সুন্দর সুন্দর মেয়ে এবং ছেলেদের ইংরেজিতে অথবা ইসলামিক নাম খুঁজছে তাদের উদ্দেশ্যে এই পোস্টটি তৈরি করা হয়েছে। উপরের নির্দেশনা অনুযায়ী এই পোস্টে পাওয়া যাবে আইডির নাম ইংরেজিতে ইসলামিক এবং সুন্দর সুন্দর। =>দুস্টের আম্মু =>নির্জন রাত

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments