Tuesday, June 6, 2023
Homeআজকের সর্বশেষ খবরবাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ ২০২৩

বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ ২০২৩

বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ ২০২৩ (Bangladesh Tat Board Job Circular 2022) প্রকাশিত হয়েছে। নতুন এ জব সার্কুলার www.bhb.gov.bd ওয়েবসাইটে প্রথম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত একটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে অধ্যক্ষ পদে একজন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী রোববারের মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।

বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ ২০২৩

বাংলাদেশ তাঁত বোর্ড টেক্সটাইল ও পাট মন্ত্রণালয় হতে পরিচালিত হয়। এটি বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করা হয়। আমরা অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তির মত বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য নিচে তুলে ধরেছি। আপনি যদি একজন চাকরি প্রার্থী হন তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান চাকরি গুলো দেখতে পারেন।

বাংলাদেশ তাঁত বোর্ড (BHB Govt BD) হলো একটি সরকারী মালিকানাধীন প্রতিষ্ঠান হল বাংলাদেশ তাঁত বোর্ড। এটি বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭৮ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। এটি বস্ত্র ও পাট মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়।

  • পদের নাম: অধ্যক্ষ (সিএইচপিইডি)
  • পদসংখ্যা:
  • যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে দায়িত্বশীল পদে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা ১৫ বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
  • বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড ৩)
  • বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
বাংলাদেশ তাঁত বোর্ড ২০২৩
বাংলাদেশ তাঁত বোর্ড ২০২৩

তাঁত বোর্ড আবেদন কারার নিয়ম

তাঁত বোর্ডের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
পরীক্ষা ফি বাবদ ১০০০ টাকা চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ডের অনুকূলে জমা দেওয়ার চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ড, বিটিএমসি ভবন (৫ম তলা), ৭-৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৩।

তাঁত বোর্ড নিয়োগ সংক্রান্ত সকল তথ্য

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে আগামী ১৫ জানুয়ারি, ২০২৩ টার মধ্যে আবেদন করতে হবে।

বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ ২০২৩
বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ ২০২৩

বাংলাদেশ তাঁত বোর্ড চাকরির আবেদন ফরম

Bangladesh Tat Board Job application form pdf

বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ আবেদন ফরম
বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ আবেদন ফরম

তাঁত বোর্ড নিয়োগ সংক্রান্ত প্রশ্ন সমাধান

বাংলাতেশ তাঁত বোর্ড এর লক্ষ উদ্যেশ্য কি ?

তাঁতি অথবা তাঁত শিল্পী, তাঁত উদ্যোক্তা, তাঁত সহযোগী এবং তাঁত পেশায় আগ্রহীদের প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি, চলতি মূলধন যোগান, গুণগত মানসম্পন্ন তাঁত বস্ত্র উৎপাদন এবং বাজারজাতকরণের সুবিধা সৃষ্টির মাধ্যমে তাঁত খাতের সম্প্রসারণসহ তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

বাংলাতেশ তাঁত বোর্ড কি কাজ করে?

১. হস্তচালিত তাঁত শিল্পের জরিপ, শুমারি এবং পরিকল্পনা গ্রহণ, পরিসংখ্যান সংরক্ষণ;
২. হস্তচালিত তাঁত শিল্পের উন্নয়ন ও উৎপাদনমূলক সেবা প্রদান;
৩. হস্তচালিত তাঁত শিল্পের জন্য ঋণ সুবিধা সৃষ্টি;
৪. তাঁতিগণকে প্রয়োজনীয় উপকরণ ও কাঁচামাল ন্যায্যমূল্যে সরবরাহের ব্যবস্থা গ্রহণ  এবং উৎপাদিত পণ্য গুদামজাতকরণের ব্যবস্থা করা;
৫. তাঁত পণ্যকে জনপ্রিয় করার উদ্দেশ্যে দেশ-বিদেশে প্রচার কার্যক্রম গ্রহণ;
৬. তাঁত পণ্য দেশ-বিদেশে বাজারজাত করণের ব্যবস্থা গ্রহণ;
৭. তাঁতি ও তাঁত শিল্পের সাথে সম্পর্কিত ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি;
৮. তাঁতিদের বয়নপূর্ব ও বয়নোত্তর সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন;

বাংলাতেশ তাঁত বোর্ডের প্রকল্পসমূহ কি?

১.বাংলাদেশের সোনালী ঐতিহ্য “মসলিন” সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার 
২. শেখ হাসিনা তাঁতপল্লি স্থাপন -১ম পর্যায়
৩. বাংলাদেশ তাঁত বোর্ডের ৫টি বেসিক সেন্টারে প্রশিক্ষণ কেন্দ্র, ১টি ফ্যাশন ৪. ৪. ডিজাইন ইনস্টিটিউট ও ২টি মার্কেট প্রমোশন কেন্দ্র স্থাপন ।
৫. বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদী কেন্দ্রের বিদ্যমান ডিপ্লোমা কোর্স যুগোপযোগীকরণ ও প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণ।
 ৬. তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে চলতি মুলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন।
৭. শেখ হাসিনা নকশি পল্লি, জামালপুর

অনুমোদন প্রক্রিয়াধীন প্রকল্পসমূহ
 
১) বাংলাদেশ তাঁত বোর্ড কমপ্লক্সে স্থাপন, মিরপুর, ঢাকা;
২) বঙ্গবন্ধু বস্ত্র ও পাট যাদুঘর, জামদানি শিল্পের উন্নয়নে প্রদর্শনী কাম বিক্রয় কেন্দ্র এবং ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট স্থাপন;
৩) ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন;
৪) তাঁতজাত পণ্যের বহুমুখীকরণ;
৫) পার্বত্য চট্টগ্রাম এলাকার উপজাতীয় তাঁতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, প্রদর্শনী কাম বিক্রয় কেন্দ্র স্থাপন এবং ক্ষুদ্রঋণ বিতরণ কর্মসূচি;
৬) তাঁতজাত পণ্য বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নের বিভাগীয় শহরসমূহে প্রদর্শনী-কাম-বিক্রয় কেন্দ্র স্থাপন;
৭) জামদানি ভিলেজ স্থাপন।

বাংলাতেশ তাঁত বোর্ড চেয়ারম্যান কে?

বাংলাতেশ তাঁত বোর্ড চেয়ারম্যান জনাব মোঃ ইউসুফ আলী

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments