Friday, September 29, 2023
Homeআজকের সর্বশেষ খবরবিআরটিসি জব - BRTC Job Circular 2023

বিআরটিসি জব – BRTC Job Circular 2023

বিআরটিসি জব: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি’র শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন ০২টি পদে মোট ২৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

BRTC Job Circular 2023

Bangladesh Road Transport Corporation (BRTC) Job Circular 2022

পদের নাম: কারিগরি-সি (সাধারণ)
পদ সংখ্যা: ১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: মটরযান প্রকৌশলে সার্টিফিকেট। এসএসসি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: কারিগরি-সি (ট্রেড)
পদ সংখ্যা: ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট। এসএসসি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদন শুরুর সময়: ০২ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৯ মার্চ ২০২৩ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://brtc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।

বিআরটিসি জব

বিআরটিসি জব
বিআরটিসি জব

বিআরটিসি চাকরির আবেদন করার নিয়ম

আবেদনপত্র প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা (মোবাইল নম্বরসহী, জন্ম তারিখ, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়গত্রের অথবা জন্ম নিবন্ধন সনদের নম্বর, অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ ও স্থাক্ষরসহ নিয়লিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।

সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। জাতীয় পরিচয়পত্ররজন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং ড্রাইভিং লাইসেলের (২ কপি) সত্যায়িত ফটোকপি। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি।

এতিম ও শারীরিক প্রতিবন্ধি সকল জেলা হতে আবেদন করতে পারবে। মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে।

নাগরিক সনদগত্রের সত্যায়িত ফটোকপি (সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/গীরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র)

“চেয়ারম্যান বিআরটিসি’ বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ এর বরাবরে যে কোন বাণিজ্যিক ব্যাংক হতে ২০০/- (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) সংযুক্ত করতে হবে।

প্রার্থী মুক্তিযোদধা/শহীদ মুক্তিযোদ্ধার পুর্র-কণ্যা অথবা পুর্র-কণ্যার পুন্র-কণ্যা হলে আবেদনে উল্লেখসহ এ মুক্তিযোদা/শহীদ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার জন্ম তারিখের প্রমানগনর,মুক্তিবার্তা/গেজেটের কপি যথাযথভাবে উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সনদগত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধাশহীদ মুক্তিযোদ্ধার পুনর-কণ্যার গুতর-কণ্যা হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারমান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর! পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক গ্রদত্ত সার্টিফিকেট আবেদনগত্রের সাথে সংযুক্ত করতে হবে। তাছাড়া, অন্যান্য কোটায় আবেদন করলে আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় প্রমাণাদিসহ উল্লেখ করতে হবে।

নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহনযোগ্য হবে না। সকল চাহিত সনদগত্রের ফটোকপি প্রথম শ্রেণির (গেজেটেডানন-গেডেটেড) কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। চুড়ান্তভাবে নিয়োগ প্রাপ্তদের জামানত বাবদ ১০,০০০ (দশ হাজার) টাকা বিআরটিসি হিসাব বিভাগে জমা প্রদান করতে হবে।

খামের উপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। আবেদনে ভুল, মিথ্যা তথ্য থাকলে বা কোন তথ্য গোপন করলে নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন। কর্তৃপক্ষ পদের সংখ্যা হাসাবৃদ্ধিবাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

RELATED ARTICLES

74 COMMENTS

  1. Hi! I could have sworn I’ve been to this website before but after browsing through a few of the posts I realized it’s new to me. Nonetheless, I’m definitely happy I came across it and I’ll be bookmarking it and checking back frequently!

  2. I’ve read several just right stuff here. Definitely value bookmarking for revisiting. I wonder how so much attempt you set to create this type of great informative web site.

  3. Thanks for your marvelous posting! I really enjoyed reading it, you could be a great author.I will ensure that I bookmark your blog and will eventually come back very soon. I want to encourage continue your great job, have a nice morning!

  4. We’ll need to take up references compare flonase nasonex “A lot of the time people think achieving something that’s out there is too out of the question, but it’s about taking that risk and going for it.”

  5. Wow, incredible blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your web site is magnificent, let alone the content!

  6. This is the right blog for anybody who wants to find out about this topic. You understand so much its almost hard to argue with you (not that I personally would want toHaHa). You definitely put a brand new spin on a topic that has been written about for many years. Excellent stuff, just excellent!

  7. Hi! I’ve been following your site for a long time now and finally got the bravery to go ahead and give you a shout out from Dallas Tx! Just wanted to tell you keep up the great job!

  8. Very good website you have here but I was wanting to know if you knew of any user discussion forums that cover the same topics talked about in this article? I’d really love to be a part of online community where I can get opinions from other knowledgeable individuals that share the same interest. If you have any recommendations, please let me know. Thank you!

  9. Hi there are using WordPress for your blog platform? I’m new to the blog world but I’m trying to get started and create my own. Do you need any coding knowledge to make your own blog? Any help would be greatly appreciated!

  10. Woah! I’m really loving the template/theme of this site. It’s simple, yet effective. A lot of times it’s very hard to get that “perfect balance” between superb usability and visual appearance. I must say that you’ve done a superb job with this. In addition, the blog loads very fast for me on Internet explorer. Exceptional Blog!

  11. I am extremely inspired together with your writing skills and alsosmartly as with the layout on your blog. Is this a paid subject or did you customize it yourself? Either way stay up the nice quality writing, it’s rare to see a nice blog like this one nowadays..

- Advertisment -

Most Popular