বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি ২০২৩, বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য হাতে খুব একটা বেশি টাইম পাওয়া যায় না।আর এ সময়েই অধিকাংশ ছাত্র-ছাত্রীরা ভুল করে থাকেন। অনেকেই আছেন একাধিক কোচিং সেন্টারে ভর্তি হন। আবার একাধিক ইউনিটেও অনেকে ভর্তি হয়ে থাকেন। এসব অনেকটা ভুল সিদ্ধান্ত। আর ভর্তি পরীক্ষার একটি ভুল সিদ্ধান্ত যে কারো জীবনে অনেক বড় কাল হয়ে দাঁড়াতে পারে। তাই সঠিক গাইডলাইন অনুযায়ী চলুন। সঠিক গাইডলাইন ছাড়া আপনার দীর্ঘ দিনের লালিত স্বপ্নটা নিমিষেই শেষ হয়ে যেতে পারে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন?
আমি শুধু বলব, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাকে দুটি জিনিস ফলো করতে হবেঃ-
১। সঠিক গাইডলাইন।
২। একজন সঠিক, যোগ্য মেন্টর (যার কথা তুমি বিনা বাক্যে মেনে চলবে)
পরীক্ষার প্রস্তুতিতে সঠিক গাইডলাইন পেতে করণীয়
একটি গাইডলাইন এর জন্য কোচিং সেন্টারে ভর্তি হোন। তবে কোচিং সেন্টারে ভর্তি হতে হবে এটি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়।যদি নিজেকে নিজে গাইড করতে পারেন সেক্ষেত্রে কোচিং সেন্টার দরকার নেই।
কে কি বললো ওসবে কান দিবেননা;বন্ধু-বান্ধব অনেক পড়াশোনা করবে,অনেকে এদিক-সেদিক ছোটাছুটি করবে,সেসব নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই।নিজে চুপিসারে ও নিরবে প্রস্তুতি নিতে থাকুন,সময় নষ্ট করবেন না।
কিভাবে নিজেকে প্রস্তুত করবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য?
- টেবিলে বই সাজিয়ে বইয়ের দোকান বানিয়ে রাখবেন না।প্রয়োজনীয় দু’চারটি বই যেগুলো দরকার।
- এক সেট দরকারী বই কিনুন এবং সেসব ভালভাবে পড়ুন, রিভিশন দিন।
- বেশি বেশি মডেল টেস্ট দিন।
- অমুক বই থেকে ২০ পৃষ্ঠা, তমুক বই থেকে 50 পৃষ্ঠা এসব হাবিজাবিভাবে বই পড়বেন না।
- যেটুকু দরকার সেটুকুই পড়ুন এবং সেটি হজম করুন।
- নিজের উইকনেস খুঁজে বের করুন।
- অন্যের সাথে নিজের কম্পিটিশন না করে নিজে যতোক্ষণ সন্তুষ্ট না হোন ততক্ষণ পড়ুন।
- দোয়া দোয়া দোয়া। তোমাকে অবশ্যই দোয়া করতে হবে। কারণ আল্লাহই মহা পরিকল্পনাকারী। প্রচেষ্টা তোমার হাতে, ফলাফল আল্লাহর হাতে। দৃঢ় বিশ্বাস রাখবে যে তোমার দোয়া কবুল হবেই। মাথায় রাখবে
Table of Contents
প্রথম ধাপঃ পাঠ্যপুস্তক এর বেসিক পুরোপুরি আয়ত্ত করুন।
দ্বিতীয় ধাপঃ বিশ্ববিদ্যালয় গুলোর বিগত বছরের প্রশ্নগুলো সলভ করুন ও রিভিশন দিন।
তৃতীয় ধাপঃ শর্ট টেকনিক গুলো আয়ত্ত করুন।
চতুর্থ ধাপঃ মডেল টেস্ট সলুশন করতে থাকুন ও আগের পড়া রিভিশন দিন।
পরিশেষে, শেষদিন পর্যন্ত লেগে থাকলেই তুমি সফল হবে। যেকোনো পরিস্থিতিতে হল না ছেড়ে সেটাকে সমাধান করে এগিয়ে যেতে হবে।
দেখা হবে বিজয়ে।তোমাদের সবার জন্য শুভকামনা।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৩
tag: University admission 2023, বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি,