বাংলাদেশ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর-জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে gsb.gov.bd ওয়েবসাইটে। জিএসবি’র রাজস্ব খাতভুক্ত ৭৪ টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সংস্থাটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে কাজ করে থাকে (Geological Survey of Bangladesh) একটি সরকারি সংস্থা। এটি মূলত ভূতাত্ত্বিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
- সংস্থা: ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
- বিজ্ঞপ্তি প্রকাশ: ১৮ জুলাই ২০২২
- ক্যাটাগরি: ২৯ টি
- শূন্যপদের সংখ্যা: ৭৪ টি
- আবেদন ফি: ৫৬/- ও ১১২/- টাকা
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের http://gsb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শুরুর সময়: ২৮ জুলাই ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৭ আগষ্ট ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
Geological Survey of Bangladesh (GSB) Job Circular 2022




বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আবেদন
- আগ্রহী প্রার্থীদেরকে প্রথমে gsb.teletalk.com.bd ওয়েবসাইট করতে হবে।
- এবার ক্লিক করুন Application Form-এ।
- জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২২ এ উল্লিখিত ২৯ টি পদের নাম স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনাকে ০১ টি সিলেক্ট করতে হবে এবং তারপর Next এ ক্লিক করতে হবে।
- No সিলেক্ট করুন।
- বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এর চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
আবেদন ফি জমাদান পদ্ধতি
আবেদন ফি জমা দিতে হবে SMS-এর মাধ্যমে। মাত্র ০২ টি SMS করে ফি জমা দিতে পারবেন। নিচে SMS করার পদ্ধতি দেখানো হলো-
১ম SMS: GSB <স্পেস> User ID টাইপ করে 16222 নম্বরে Send করুন।
২য় SMS: GSB <স্পেস> Yes <স্পেস> PIN টাইপ করে 16222 নম্বরে Send করুন।
Post Related Thing: Govt job bd today, today job circular, new job circular, vutattik jorip, vatika group, GSB Job circular, vutattik jorip odhidoptor, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর,