কোম্পানিতে চাকরি ২০২৩: যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। ৩ ক্যাটাগরির পদে মোট ৪৯০ জন নিয়োগ দেবে দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান Jamuna group। যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো হলো- জোনাল ম্যানেজার, এক্সিকিউটিভ ও ফিল্ড অফিসার। ফিল্ড অফিসার পদে কোনো অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। পদভেদে আবেদনের ন্যূনতম যোগ্যতা এইচএসসি থেকে স্নাতক।
Table of Contents
যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে তিনটি পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্র বারিধারায় অবস্থিত এশিয়ার বৃহত্তম শপিং মল “যমুনা ফিউচার পার্ক” এর পাওয়ার প্লান্টের জন্য জরুরি ভিক্তিতে নিম্নবর্ণিত পদে অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে।
আপনি যদি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। এই কোম্পানিতে নিআবেদন করার মাধ্যমে যোগদান করতে পারেন।
প্রতিষ্ঠানের নাম : যমুনা গ্রুপ
পদের নাম : জোনাল ম্যনেজার, এক্সিকিউটিভ ও ফিল্ড অফিসার
পদের সংখ্যা : ৪৯০টি
শিক্ষাগত যোগ্যতা : পদভেদে এইচএসসি থেকে স্নাতক
চাকরির ধরন : ফুল টাইম
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
বয়স : নির্ধারিত নয়
কর্মস্থল : যেকোনো স্থান
Jamuna Group Job Circular 2023
বিস্তারিত দেখতে চাকরির খবর ২০২৩ ভিজিট করুন এখানে।
যমুনা গ্রুপ বাংলাদেশ
এই গ্রুপটি ১৯৭০ সালে প্রতিষ্ঠা করা হয়। কোম্পানিটি অনেকগুলো শিল্পে পিণ্ডীভূত যেমন রাসায়নিক, চামড়া, বস্ত্র, মিডিয়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, প্রিন্ট, বিজ্ঞাপন, টয়লেট্রিজ সহ ইত্যাদি শিল্প কোম্পানি রয়েছে।
যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান কে?
যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ।
যমুনা গ্রুপের প্রতিষ্ঠান সমূহ কি কি?
কোম্পানিটি অনেক গুলো শিল্পে পিন্ডীভূত। যেমন: বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট, বেভারেজ, টয়লেট্রিজ, বিজ্ঞাপন ইত্যাদি।
যমুনা গ্রুপ নিয়োগ ২০২২
যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। ৩ ক্যাটাগরির পদে মোট ৪৯০ জন নিয়োগ দেবে দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান Jamuna group। পদগুলো হলো জোনাল ম্যানেজার, এক্সিকিউটিভ ও ফিল্ড অফিসার।
কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম
কটি চাকরিতে আবেদনের জন্য সিভি বা জীবনবৃত্তান্ত যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি কভার লেটারও অনেক গুরুত্বপূর্ণ।সিভি যেভাবে আপনাকে উপস্থাপন করে ঠিক তেমনি ভাবে সিভির সাথে একটি কভার লেটার করতে পারে আপনাকে আরো পারফেক্ট। একটি কোম্পানি আপনাকে জানতে পারবে সিভির মাধ্যমে তবে কভার লেটার থেকে নিজেকে আরও সুন্দর ভাবে উপস্থাপন করার বিশেষ কৌশল আছে।
কোম্পানিতে চাকরির আবেদন করার নমুনা
১২ মার্চ ২০২২
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক,
গাজীপুর,ঢাকা।
বিষয়: অফিস সহকারী কাম পদে চাকরির জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ০৯ মার্চ ২০২২ তারিখে ‘ডেইলি স্টার’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানতে পারলাম যে, আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে একজন অফিস সহকারী/ টাইপিস্ট নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমি আমার জীবন বৃত্তান্ত আপনার সদয় অবগতি ও সুবিবেচনার জন্য নিচে প্রদত্ত হল:
১. নাম: মুক্তার আক্তার।
২. পিতার নাম: শামসুল আলম হাওলাদার।
৩. মাতার নাম: সারমিন বেগম।
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম ও ডাকঘর: মাধাইপুর, জেলা: পাবনা।
৫. বর্তমান ঠিকানা: ঐ।
৬. জন্ম তারিখ: ৭ জুন, ১৯৯৬
চাকরির আবেদনপত্রে যেসব বিষয় থাকবে
- কভার লেটার লেখার আগে আপনি যে কোম্পানিতে সিভি দিচ্ছেন সে কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে নিন। শুরুতেই তারিখ, কার নিকট লিখছেন ,কোম্পানির নাম ,ঠিকানা ইত্যাদি কভার লেটার এর বাম পাশে ধারাবাহিক ভাবে লিখবেন।
- কোন পজিশন এর জন্য আপনি এপ্লাই করেছেন সেটি সাবজেক্ট এ উল্লেখ করবেন।
- আপনি আপনার কভার লেটার লেখার উদ্দেশ্য টি সুন্দর করে তুলে ধরুন। চাকরির সোর্স আপনি কোন পত্রিকা বা অনলাইন পোর্টাল থেকে পেয়েছেন তাও উল্লেখ করুন।
- এরপর আপনি কেন এ চাকরির জন্য যথার্থ তা লিখুন সংক্ষেপে। এ অংশে আপনার দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে লিখুন।
- আপনি যে কোম্পানি বা প্রতিষ্ঠানে চাকরির সিভি দিতে বা চাকরি নিতে চাচ্ছেন, সে প্রতিষ্ঠানে চাকরি হলে, আপনি প্রতিষ্ঠানটির জন্য কী কী ভালো সুযোগ-সুবিধা এনে দিতে পারবেন তা সম্পর্কে জানান। যাতে বুঝতে পারা যায় যে, আপনি সত্যি চাকরী টি করতে আগ্রহী এবং আপনাকে দিয়েই কাজটি হবেই হবে।
তারিখঃ
মাননীয়,
প্রধান শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
মতিঝিল, ঢাকা -১০০০ ।
বিষয়ঃ সহকারী শিক্ষক (ইংরেজি) পদের জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শণ পূর্বক বিনীত নিবেদন এই যে, গত ১৮.০১.২০১৮ইং তারিখ “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন বিষয়ে বেশ কিছু শিক্ষক নিয়োগ করা হবে। আমি ‘‘ সহকারী ইংরেজি শিক্ষক ’’ পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় তথ্যাবলী আপনার সদয় বিবেচনার জন্য পেশ করলাম।
প্রার্থীর নাম : XXX খাতুন
পিতার নাম : মোঃ XXX হক
মাতার নাম : মোসাঃ XXX খাতুন
বর্তমান ঠিকানা : ১৬, XXXX, পোঃ বাসাবো, থানাঃ সবুজবাগ, ঢাকা-১২১৪।
স্থায়ী ঠিকানা :প্রযত্নে- XXX, : গ্রাম- XXX, পোঃ XXX, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর।
নিজ জেলা :গাজীপুর
জন্ম তারিখ :২৭.১০.০০০০ইং
বয়স (০০.০০.০০ইং) : ০০ বছর ০০ মাস ০০ দিন।
জাতীয়তা : বাংলাদেশী।
শিাগত যোগ্যতা:
পরীক্ষার নাম | বিভাগ/বিষয় | পাসের সাল | জিপিএ/শ্রেণী | বোর্ড/ বিশ্ববিদ্যালয় |
এস.এস.সি | মানবিক | ২০০১ | ৪.২৫ | রাজশাহী বোর্ড |
এইচ.এস.সি | মানবিক | ২০০৩ | ৩.৯০ | রাজশাহী বোর্ড |
বি.এ (অনার্স) | (ইংরেজি) | ২০০৭ | ২য় শ্রেণি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
এম.এ | (ইংরেজি) | ২০০৮ | ২য় শ্রেণি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
মোবাইল নং : ০০০০০০০০০০০, ০০০০০০০০০০০০০০
ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার নং :৯১৮১২২২, তারিখঃ ০০/০০/০০০০ইং
ব্যাংকের নাম :পূবালী ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা।
অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা আমার উলেখিত তথ্যাবলী বিবেচনা পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক
XXX খাতুন
সংযুক্তি সমূহঃ
ক) শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি।
খ) চারিত্রিক সনদপত্রের কপি।
গ) নাগরিকত্ব সনদপত্রের কপি।
ঘ) ৩কপি পাসপোর্ট আকারের ছবি।
গ) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।