বাংলাদেশ রেলওয়ে গেইটম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে। গেইটম্যান (ট্রাফিক) পদে ৬৮৪ জনকে নিয়োগ দেয়া হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। রেলওয়ে নিয়োগ ২০২২ আবেদনের শেষ তারিখ ১৮ জুলাই ২০২২।
রেলওয়ে গেইটম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2022
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ রেলওয়ে
পদের নাম : গেইটম্যান (ট্রাফিক)
মোট পদ : ৬৮৪টি
যোগ্যতা : এসএসসি/সমমান
আবেদনের তারিখ : ৬/৬/২০২২ থেকে ১৮/৭/২০২২
আবেদনের যোগ্যতা
ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হলে পুরুষ/নারী প্রার্থীরা আবেদন করা যাবে।
বয়স
১ জুন ২০২২ তারিখের হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
জেলা
পাবনা ও লালমনিরহাট ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী ও রেলওয়ে পোষ্য কোটার সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
আবেদনের সময়সীমা : ৬ জুন সকাল ১০টা থেকে ১৮ জুলাই ২০২২ বিকাল ৫টা।
আবেদনের লিংক : http://br.teletalk.com.bd/
Bangladesh railway gateman (traffic) job circular 2022


Post Related Things: railway gateman circular, railway new circular 2022, bangladesh railway notun circular, রেলওয়ে নিয়োগ, রেলওয়ে নিয়োগ ২০২২, রেলওয়ে নিয়োগ 2022, রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশ রেলওয়ে, bd new job, railway job,