bd job circular today সরকারি চাকরির খবর,বাংলাদেশ বিমানবাহিনী, ৪৪তম সাধারণ বিসিএস , জনপ্রসাশন মন্ত্রণালয় , government jobs circular 2021, bd govt jobs, bd govt job circular, job circular in Bangladesh, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, দেশের সকল সাম্প্রতিক সরকারি চাকরির খবর এখানে পাওয়া যাবে।
দৈনিক চাকরির খবর
চাকরি মানে আরো বোঝায় যে একজন ব্যক্তি কারোর কর্মচারী হয়ে কাজ করে তার কাছ থেকে বেতন পায়। উদাহরণস্বরূপঃ একজন শিক্ষক যিনি শিশু বা প্রাপ্তবয়স্ককে শিক্ষা দিয়ে স্যালারি পান, একজন ট্যাক্সি চালক যিনি যাত্রীদের এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যায় এবং তার জন্য ভাড়া পাঁয়।
সরকারি চাকরির খবর ২০২১ – সরকারি চাকরি ২০২১
অবশেষে চাকরিপ্রার্থীদের সামনে এসেছে বিসিএস ৪৪তম সাধারণ বিসিএস। এতে নেওয়া হবে ১ হাজার ৭১০ জন প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তা। জনপ্রসাশন মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন ক্যাডারে কতজন নেওয়া হবে, সেটি জানা যায়নি। সুত্র – প্রথম আলো
All BD Govt Job circular 2021 has been published by authority at BD Jobs Today website BD Govt Jobs. Here you can see Recent Government Jobs Circular 2021,
bd job circular today
- নৌবাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে
- Garena Free Fire OB36 update Nexterra Map launch will be August 27: Check FF 5th Anniversary events
- indus game – India Battle Royale game Indus first trailer Video Laked
- Free Fire Happy India Independence Day 2022 redeem codes
- ডিএপি ফার্টিলাইজার কোম্পানী নিয়োগ সার্কুলার ২০২২
bd job circular today সরকারি চাকরির খবর

বাংলাদেশ বিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট
বাংলাদেশ বিমানবাহিনী অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বাহিনীর চারটি শাখায় জনবল নেওয়া হবে। শাখাগুলো হলো জিডি (পি), লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল, ফিন্যান্স ও অ্যাডমিন। পুরুষ ও নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইতিমধ্যে অনলাইনে শুরু হয়েছে আবেদন। বিমানবাহিনীতে পেশা গড়ার স্বপ্ন যাঁদের, তাঁরা আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২।
আবেদনের যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীকে অবিবাহিত হতে হবে। ২০২২ সালের ৭ জুলাই তারিখে বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি, নারী প্রার্থীদের উচ্চতা জিডি (পি) শাখার জন্য ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখার জন্য ৬২ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। উভয় প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।
জিডি (পি) শাখার প্রার্থীদের জন্য দৃষ্টিশক্তি ৬/৬ এবং অন্যান্য শাখার প্রার্থীদের জন্য বিধি অনুসারে। জিডি (পি) ও লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল শাখার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ–৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।
ফিন্যান্স শাখার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ–৪.৫০ এবং গণিত/হিসাববিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে গণিত/হিসাববিজ্ঞানসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং গণিত/হিসাববিজ্ঞানসহ কমপক্ষে দুটি বিষয়ে লেটার গ্রেড বি। অ্যাডমিন শাখার জন্য উভয় পরীক্ষায় যেকোনো শাখায় জিপিএ–৪.৫০। ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে দুটি বিষয়ে লেটার গ্রেড বি।
যেভাবে আবেদন
অনলাইনে আবেদনের জন্য বিমানবাহিনীর ওয়েবসাইটে (www.joinbangladeshairforce.mil.bd) প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করতে হবে। সেখানকার নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি বাবদ পাঠাতে হবে এক হাজার টাকা। এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলে লগইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রিন্ট করতে হবে। প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ১২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় বিজ্ঞপ্তিতে উল্লিখিত সনদসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতার সব সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি পরীক্ষাকেন্দ্রে সঙ্গে আনতে হবে। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। এ ছাড়া বর্তমান বা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্র, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
বাছাইপদ্ধতি
প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমে নেওয়া হবে প্রাথমিক লিখিত পরীক্ষা, যার মধ্যে থাকবে আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ। শুধু অ্যাডমিন শাখার প্রার্থীদের জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা এবং আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি) কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ।
প্রশিক্ষণ ও কমিশন
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশনপ্রাপ্তির পরবর্তী এক বছরসহ মোট চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে।
বিস্তারিত জানতে
বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। এ ছাড়া এ ওয়েবসাইটে (www.joinbangladeshairforce.mil.bd) নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
দৈনিক, সাপ্তাহিক চাকরির খবর, প্রতিদিনের সরকারি চাকরির খবর ২০২১, আজকের চাকরির খবর ২০২১, government jobs circular 2021, bd govt jobs, bd govt job circular 2021, job circular in Bangladesh, bd job today,
all jobs bd newspaper, government jobs in BD, Sorkari chakrir khobor 2021, Ajker Chakrir Khobor, Sorkari Chakrir Niyog Biggopti 2021, সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Sorkari Niyog, bd govt chakrir khobor 2021.
সরকারি চাকরির খবর ২০২১ and Sorkari Chakrir Khobor 2021. Also Sorkari Chakrir Niyog Biggopti 2021 can be found here at bdgovtjob.net. Latest BD Govt Jobs Circular 2021 is available in this page. BD Govt Job is an best and trusted bd jobs Newspaper in Bangladesh.
bd job circular today সরকারি চাকরির খবর
চাকরির খবর চট্টগ্রাম, জবস ইন বাংলাদেশ , জব সার্কুলার ২০২১ বেসরকারি, বাংলাদেশ সরকারি জব সার্কুলার ২০২১,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি 2021, এইমাত্র পাওয়া ২৫০ টি পদে সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি চাকরির লিস্ট, সরকারি চাকরির খবর ২০২১ পুলিশ, মেয়েদের চাকরির খবর, ঢাকায় চাকরির খবর, জেলার চাকরির খবর, আজকের চাকরির খবর সেনাবাহিনী, আজকের চাকরির খবরের কাগজ,আজকের চাকরির পরীক্ষা,হেলথের চাকরির খবর
190 thoughts on “আজকের চাকরির খবর ২০২১-প্রতিদিনের সরকারি বেসরকারি চাকরির খবর”
এলাকাভিত্তিক চাকরি
চাকরির খবর ২০২১: এ সপ্তাহের সরকারি ও পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি
কিভাবে প্রস্তুতি নিলে সরকারি চাকরি পাওয়া যাবে? সরকারি চাকরির প্রস্তুতির আগে আপনাকে যোগ্যতা অনুযায়ী কোন কোন প্রতিষ্ঠানে বা কোন গ্রেডের পদে আবেদন করবেন সে লক্ষ্য স্থির করতে হবে। অনেকে শুধুমাত্র সরকারি ব্যাংকের প্রস্তুতি নেয়। কেউ নেয় বিসিএস প্রস্তুতি।

সরকারি চাকুরি পাওয়ার জন্য কিভাবে পড়বেন ?
ভালো চাকরি পাওয়ার জন্য অনার্সে পড়া অবস্থায় প্রস্তুতি শুরু করতে হয় । পড়াশোনা শেষ করে চাকুরির জন্য প্রস্তুত হওয়া হতাশার কারণ । তখন বয়স নিয়ে চিন্তা করে অনেকেই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে । তাই সময় থাকতে নিজেকে প্রস্তুত করুন । সাধারণত প্রতিযোগিতা মূলক পরীক্ষার কোনো সিলেবাস থাকে না , তবে এই Topic গুলোই সাধারণত বেশি আসে –
বাংলা (ব্যাকরণ + সাহিত্য)
ইরেজি (গ্রামার + অন্যান্য )
গণিত (বীজ + পাটি + জ্যামিতি)
সাধারণ জ্ঞান (বাংলাদেশ + আর্ন্তজাতিক + খেলাধুলা + ইতিহাস)
এই বিষয় গুলো ভালো ভাবে আয়ত্ব করলেই আপনার প্রস্তুতি নেওয়া হয়ে যাবে ।