BGB New Circular 2022: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নতুন নিয়োগ ২০২২ সার্কুলার প্রকাশিত হয়েছে । বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বিভিন্ন অসামরিক বা সিভিল পদে মোট ৫০ জন যোগ্য লোক নিয়োগ দেওয়া হবে। যে কোন বিভাগ হতে এসএসসি/জেএসসি পাশ করলে আপনিও বেসামরিক পদে আবেদন করতে পারবেন।
BGB New Circular 2022
সংক্ষেপে বিজিবি (BGB) নামে পরিচিত বর্ডার গার্ড বাংলাদেশ (Border Guard Bangladesh)। বিজিবি আগে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নামে পরিচিত ছিলো। এটি একটি আধা সামরিক বাহিনী।
এই বাহিনী বাংলাদেশের সীমান্ত প্রহরী হিসেবে দায়িত্বরত আছে। উইকিপিডিয়া অনুসারে, বর্তমানে প্রায় ৭০ হাজার সামরিক এবং বেসামরিক লোক এই বাহিনীতে কর্মরত ।
- বাহিনী: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
- ক্যাটাগরি: ০৬ টি
- শূন্যপদ সংখ্যা: ৫০ টি
- আবেদন ফি: ১৫০/- টাকা
- শুরু তারিখ: ২১ এপ্রিল ২০২২
- আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২২
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
০১. পদের নাম: সুকানী (পুরুষ)
শূন্যপদের সংখ্যা: ০৮ টি
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
অভিজ্ঞতা: ০১ বছর।
০২. পদের নাম: কার্পেন্টার (পুরুষ)
শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পাস।
অভিজ্ঞতা: ০২ বছর।
০৩. পদের নাম: আয়া (মহিলা)
শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পাস।
অভিজ্ঞতা: ০১ বছর।
০৪. পদের নাম: ওয়ার্ড বয় (পুরুষ)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পাস।
অভিজ্ঞতা: ০১ বছর।
০৫. পদের নাম: বাবুর্চি (পুরুষ)
শূন্যপদের সংখ্যা: ৩০ টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পাস।
অভিজ্ঞতা: ০১ বছর।
০৬. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী (পুরুষ)
শূন্যপদের সংখ্যা: ০৭ টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পাস।
অভিজ্ঞতা: ০১ বছর।
চাকরির অন্যান্য যোগ্যতা
বিজিবিতে চাকরির জন্য অন্যান্য কি কি যোগ্যতা থাকা আবশ্যক চলুন তা জেনে নেই।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত।
বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ০২ জুলাই ১৯৯২ হতে ০১ জুলাই ২০০৪ এর মধ্যে হতে হবে।
শারীরিক যোগ্যতা(ন্যূনতম):
বিবরণ | পুরুষ প্রার্থী | মহিলা প্রার্থী |
উচ্চতা | ৫ ফুট ০ ইঞ্চি | ৪ ফুট ৮ ইঞ্চি |
ওজন | ৪৮.৬৩ কেজি | ৩৬.৩৬ কেজি |
বুকের মাপ | স্বাভাবিক অবস্থায় ৩২-৩৪ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় ৩৬ ইঞ্চি | স্বাভাবিক অবস্থায় ৩০-৩২ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি |
দৃষ্টিশক্তি | ৬/৬ | ৬/৬ |
বিজিবি আবেদন ফরম
আবেদন ফরম ডাউনলোড লিঙ্কসহ নিচে দেওয়া হলো। PDF ফর্মে ডাউনলোড করে নিন। বিজিবি ফরম পূরণ করার জন্য আলাদাভাবে কোন নিয়ম নেই। ফরমটি প্রথমে ভাল করে একবার পড়ে নিন। যেখানে যে সব তথ্য চাওয়া হয়েছে তা দিয়ে পূরণ করুন।

বিজিবি নিয়োগ পরীক্ষায় কি কি লাগে ?
নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান SMS এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষা নেওয়া হবে ধাপে ধাপে। ধাপগুলো হলো-
- প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা
- লিখিত পরীক্ষা
- ব্যবহারিক পরীক্ষা
- মৌখিক পরীক্ষা
- এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা।
প্রাথমিক ডাক্তারী পরীক্ষার সময় যে সব ডকুমেন্ট সংগে নিতে হবে তার লিস্ট নিচে দেওয়া হলো।
- এসএসসি এবং জেএসসি পরীক্ষায় পাসের মূল সনদপত্র।
- স্কুল/কলেজ হতে প্রাপ্ত প্রশংসাপত্র। প্রশংসাপত্রে অবশ্যই প্রার্থীর ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে।
- পিতা-মাতার অনুমতি পত্র। পত্রটি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
- অভিজ্ঞতার মূল সনদপত্র;
- নাগরিকত্বের সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
- ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি। ০১ কপি ছবি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে।
- পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অবিবাহিত/বিবাহিত সনদপত্র।
- সত্যায়িত ছায়াকপিসহ জাতীয় পরিচয় পত্রের মূলকপি।
- সঠিক তথ্য দিয়ে পূরণ করা বিজিবি আবেদন ফরম।
বিজিবি সার্কুলার ২০২২


বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নতুন নিয়োগ ২০২২
Post Related Things: বাংলাদেশ বিজিবি নিয়োগ ২০২২ সার্কুলার, বাংলাদেশ বিজিবি বেসামরিক নিয়োগ ২০২২, বিজিবি অসামরিক পদে নিয়োগ ২০২২, ৯৮ তম বিজিবি নিয়োগ, বিজিবি নিয়োগ বয়স, বিজিবি নিয়োগ ২০২২ সিপাহী পদে,