Drugs company job circular 2022 প্রকাশিত হয়েছে। এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ০৬ টি পদে ৫১ জন লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে পারবেন খুলনা, বগুড়া ও গোপালগঞ্জ জেলাসহ বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ। বিস্তারিত দেখুন
Drugs company job circular 2022
এসেনসিয়াল ড্রাগস কোম্পানিটি বাংলাদেশে ঔষধ উৎপাদনের করা হয় । এসেনসিয়াল ড্রাগস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে কাজ করে। এই কোম্পানিতে জনবল নিয়োগ করার জন্য গত ২৪ মার্চ ২০২২ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ।
এসেনসিয়াল ড্রাগস নিয়োগ বিজ্ঞপ্তি 2022
- ক্যাটাগরি: ০৬ টি
- শূন্যপদের সংখ্যা: ৫১ টি
- কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
- আবেদন মাধ্যম: ডাকযোগে
- আবেদনের শেষ সময়: ০৫ ও ০৬ এপ্রিল ২০২২
osud company job circular
০১. পদের নাম: ডেপুটি ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল)
শূন্যপদের সংখ্যা: ১০ টি
বেতন স্কেল: ৪০,৬০০ – ৬০,১৫০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ০৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী।
অভিজ্ঞতা: ১০ বছর।
বয়স: কমপক্ষে ৩৬ বছর।
০২. পদের নাম: ডেপুটি ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল)
শূন্যপদের সংখ্যা: ১০ টি
বেতন স্কেল: ৪০,৬০০ – ৬০,১৫০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রী।
অভিজ্ঞতা: ১০ বছর।
বয়স: কমপক্ষে ৩৬ বছর।
০৩. পদের নাম: ডেপুটি ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং (সিভিল)
শূন্যপদের সংখ্যা: ১০ টি
বেতন স্কেল: ৪০,৬০০ – ৬০,১৫০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার (০৪) বছর মেয়াদী স্নাতক ডিগ্রী।
অভিজ্ঞতা: ১০ বছর।
বয়স: কমপক্ষে ৩৬ বছর।

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি নিয়োগ ২০২২
০১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং অফিসার (মেকানিক্যাল)
শূন্যপদের সংখ্যা: ১০ টি
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রী।
অভিজ্ঞতা: ০৩ বছর
বয়স: কমপক্ষে ২৮ বছর।
০২. পদের নাম: জুনিয়র ইঞ্জিনিয়ারিং অফিসার (ইটিপি)
শূন্যপদের সংখ্যা: ০৬ টি
শিক্ষাগত যোগ্যতা: এনভায়রনমেন্ট টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী।
অভিজ্ঞতা: ০২ বছর
বয়স: কমপক্ষে ২৭ বছর।
০৩. পদের নাম: জুনিয়র মেকানিকস (ইটিপি)
শূন্যপদের সংখ্যা: ০৫ টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
অভিজ্ঞতা: ০৩ বছর
বয়স: কমপক্ষে ২৫ বছর।
এসেনসিয়াল ড্রাগস চাকরি বিজ্ঞপ্তি ২০২২ এ দেওয়া তথ্য মতে, সকল প্রার্থীকে নিম্নে বর্ণিত ঠিকানায় সিভি, সংশ্লিষ্ট সার্টিফিকেট (সত্যায়িত) এবং ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে।
GM, Administration & HRM
Essential Drugs Company Limited.
395-397, Tejgaon 1/A, Dhaka-1208.
- ১ম বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোন পদের বিপরীতে আবেদন করলে অবশ্যই ০৬ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।
- ২য় বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের শেষ সময় হল ০৫ এপ্রিল ২০২২ তারিখ।

Drugs company job circular 2022
Post Related Things: এসেনসিয়াল ড্রাগস নিয়োগ ২০২২, এসেনসিয়াল ড্রাগস নিয়োগ গোপালগঞ্জ, এসেনসিয়াল ড্রাগস নিয়োগ 2022, এসেনসিয়াল ড্রাগস চাকরির সুবিধা, ড্রাগস নিয়োগ বিজ্ঞপ্তি 2022, osud company job circular 2022, essential drugs junior officer salary, essential drugs salary structure, www edcl gov bd New job , essential drugs gopalganj job circular 2022, essential drug list of bangladesh 2022, drug pharmaceuticals circular, essential drugs list of bangladesh,