বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (onosokti o karmasangsthan job circular 2022) সংক্রান্ত প্রকাশিত সার্কুলারে শুধুমাত্র ড্রাইভিং ইন্সট্রাক্টর পদের বিপরীতে মোট ৬৯ জন যোগ্য লোক নিয়োগ করা হবে। আবেদনের শেষ সময় ২১ জুলাই ২০২২ তারিখ
Jonosokti o karmasangsthan job circular 2022
- সংস্থা: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)
- ক্যাটাগরি: ০১ টি
- শূন্যপদের সংখ্যা: ৬৯ টি
- আবেদন মাধ্যম: ডাকযোগে/ব্যাক্তিগতভাবে
- আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২২
পদের নাম: ড্রাইভিং ইন্সট্রাক্টর (ব্যবহারিক)
শূন্যপদের সংখ্যা: ৬৯ টি;
বেতন: ৪০,০০০/- টাকা;
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ;
অভিজ্ঞতা: ০৩ বৎসর;
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে আপনি অধিক অভিজ্ঞ হলে আপনার বয়স শিথিলযোগ্য।
আবেদন সংক্রান্ত সকল তথ্য
আবেদনপত্র প্রেরণ করতে পারবেন ২১ জুলাই ২০২২ তারিখ বিকাল ০৫.০০ টার আগ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ঠিকানায় আবেদনপত্র না পৌঁছালে তা গ্রহণযোগ্য হবে না। সুতরাং হাতে যথেষ্ট সময় রেখে আবেদনপত্র প্ররণ করতে হবে।
আবেদনপত্র প্রেরণের ঠিকানা
প্রকল্প পরিচালক,
“দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান” শীর্ষক প্রকল্প,
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো,
৮৯/২ (৮ম তলা), কাকরাইল, ঢাকা-১০০০
আবেদনপত্র প্ররণের নিয়মাবলী
একটি সাদা কাগজে নিম্নে উল্লিখিত তথ্য কম্পিউটারের মাধ্যমে টাইপ করে উপরে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। প্রার্থীগণ চাইলে ব্যাক্তিগতভাবে যেয়ে দিয়ে আসতে পারবেন।
- প্রার্থীর নাম।
- পিতা/স্বামীর নাম।
- জন্ম তারিখ।
- বয়স (এই বিজ্ঞপ্তি যে দিন পত্রিকায় প্রকাশ হয়েছে ঐ দিন পর্যন্ত বয়স হিসাব করে।)
- বর্তমান ঠিকানা (মোবাইল নম্বর এবং ই-মেইল এড্রেসসহ )।
- স্থায়ী ঠিকানা।
- জেলার নাম।
- জাতীয়তা।
- শিক্ষাগত যোগ্যতা।
- অভিজ্ঞতা।
আবেদন পত্রের সাথে অন্য যে সকল কাজগপত্রাদি যুক্ত করতে হবে তা নিচে দেওয়া হলো।
- শিক্ষাগত যোগ্যতার সনদ।
- অভিজ্ঞতার সনদ।
- ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- ভোটার আইডি কার্ডের ছবি।
- নাগরিকত্বের সনদ।
- চারিত্রিক সনদপত্র।
উল্লেখ্য, উপরুক্ত কাগজপত্রাদি সত্যায়িত করে পাঠাতে হবে। কার মাধ্যমে সত্যায়িত করবেন তা জানতে উপরে দেওয়া Jonosokti o karmasangsthan job circular 2022 দেখতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি 2022
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো চাকরি বিজ্ঞপ্তি দেখুন নিচ থেকে।

অন্যান্য তথ্য
- যে সকল প্রার্থীগণ বর্তমানে অন্য কোন প্রতিষ্ঠানে কর্মরত আছে তারাও আবেদন করতে পারবেন। তবে আবেদন করলে সাথে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র প্রদান করতে হবে।
- সকল আবেদনকারীদের মধ্য হতে প্রথমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে। যে সকল প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবেন তাদের পত্র/ই-মেইল/এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাথে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে অবগত করা হবে।
- আবেদন পত্র ত্রুটিপূর্ণ হলে তা বাতিল করা হবে।
- নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষ যে কোন সিদ্ধান্ত নিতে পারবেন। কর্তৃপক্ষ এই ক্ষমতা সংরক্ষণ করেন।
- বাছাইকৃত প্রার্থীদের কর্মক্ষেত্রে যোগদানের পূর্বে নির্ধারিত অঙ্গীকারনামা দাখিল করতে হবে।
- নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের অস্থায়ীভিত্তিতে রিক্রুট করা হবে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে চাকরিও আর থাকবে না। চাকরিচ্যুতি সংক্রান্ত কোন নোটিশ আপনাদের আলাদাভাবে দেওয়া হবে।
Post Related Things: নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বিডি নিউ জব, জব সার্কুলার, জনশক্তি কর্মসংস্থান অধিদপ্তর নিয়োগ, প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি 2022, চাকরির খবর,