Nursing Circular 2022 : নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ Nursing admission 2022 প্রকাশিত হয়েছে। নার্সিং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (nursing vorti 2022) অনলাইনে আবেদন করতে হবে ১৯ মার্চ সকাল ৯টা থেকে ২ এপ্রিল ২০২২ তারিখ রাত ১১.৫৯টার মধ্যে। নার্সিং সার্কুলার ২০২২ বিস্তারিত দেখুন nursing admission notice
Nursing admission 2022
নার্সিং ভর্তি ২০২২ সার্কুলার প্রকাশিত হয়েছে। বিস্তারিত দেখে নিন
আবেদনের লিংক, নিয়মাবলী ও প্রয়োজনীয় তথ্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটে (www.bnmc.gov.bd) পাওয়া যাবে। আবেদনের আগে Circular ও Instructions দেখতে বলা হয়েছে প্রার্থীদের।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি ২০২২

নার্সিং ভর্তি পরীক্ষা পদ্ধতি
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ক ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা হবে ১ ঘণ্টায়।
সর্বশেষ নার্সিং ভর্তি পরীক্ষা কবে
নার্সিং ও মিডওয়াইফারি ব্যাচেলর কোর্সের ভর্তি পরীক্ষা হবে ১৫ এপ্রিল ২০২২ (শুক্রবার) সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত।
নার্সিং ভর্তির হতে কত টাকা লাগতে পারে?
উত্তর: সব প্রতিষ্ঠানের ভর্তি ফি সমান নয়। তবে সর্বোচ্চ ১৫ থেকে ১৬ হাজার টাকার মত লাগবে। কারণ কিছু প্রতিষ্ঠান ভর্তির সময় পুরো কোর্স ফি নিয়ে নেয় আবার কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় পরপর কোর্স ফি নেয়।
প্রশ্ন: ভর্তির জন্য কোথায় এবং কীভাবে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে?
উত্তর: যেদিন ভর্তি হতে আসবেন সেদিনই স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য পরীক্ষা করাতে কিছু সময় লাগে। তাই আগে থেকে যথেষ্ঠ সময় নিয়ে আসবেন।
প্রশ্ন: স্বাস্থ্য পরীক্ষা কী কী টেস্ট করানো হয়?
- X-ray Chest P/A view
- HBs (Ag)
- Hb%
- Blood grouping
- Urine R/M/E
নার্সিং যারা ওয়েটিং লিস্টে আছে তারা কি ভর্তি হতে পারবে?
উত্তর: যদি ভর্তি সম্পন্ন হওয়ার পরও আসন শূন্য থাকে তাহলে পরবর্তীতে ওয়েটিং লিষ্ট রেজাল্ট প্রকাশ করা হবে।
নার্সিং ভর্তির কাগজ পত্র
- SSC ও HSC পরীক্ষার মূল সনদপত্র ও মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট)
- ৪/৬ কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা ছবি
- ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
- মূল নাগরিক সনদপত্র
নার্সিং ভর্তি পরীক্ষা সংক্রান্ত ১০টি প্রশ্ন
১. নার্সিং পড়ার যোগ্যতা কি? SSC পাশ করে নার্সিং পড়া যায়?
উত্তর: না, নার্সিং এ পড়তে হলে আপনাকে অবশ্যই SSC এবং HSC পরীক্ষায় পাশ করতে হবে।
২. মানবিক বা বাণিজ্য বিভাগ থেকে কি নার্সিং এ পরীক্ষা দিতে পারব?
উত্তর: হ্যাঁ, পারবেন। তবে Bsc in Nursing-এ শুধুমাত্র সাইন্স ব্যাকগ্রাউন্ডের পরীক্ষার্থীরা এপ্লাই করতে পারবে।
৩. নার্সিংয়ে কি সেকেন্ড টাইম আছে?
উত্তর: হ্যাঁ, নার্সিং ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম আছে। কিন্তু এক্ষেত্রে সেকেন্ড টাইমের এর জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না।
৪. ছেলেরা কি নার্সিং কোর্স করতে পারে?
উত্তর: হ্যাঁ, ছেলেরাও বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারী কোর্স করতে পারবে। সকল নার্সিং কলেজ বা ইন্সটিটিউটে ১০% আসন ছেলেদের জন্য বরাদ্দ থাকে। কিন্তু ডিপ্লোমা ইন মিডওয়াইফারী তে শুধুমাত্র নারীপ্রার্থীদেরই নেওয়া হয়।
৫. আমরা জন্য কোন কোর্সটি সবচেয়ে ভালো হবে?
উত্তর: আপনি যদি সাইন্সের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে ৪ বছর মেয়াদী অর্নাস সমমানের বিএসসি ইন নার্সিং এর বিকল্প নেই। ভবিষ্যতে ক্যারিয়ার এবং উচ্চ শিক্ষার জন্য সাইন্সের স্টুডেন্টদের জন্য বিএসসি ইন নার্সিং ভালো হবে। বিদেশে উচ্চ শিক্ষা এবং নামী দামী এনজিওতে বিএসসিদের অগ্রাধীকার বেশি দেওয় হয়।
আর মানবিক কিংবা ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ভালো হবে। দুটি কোর্স সম্পন্ন করার পর পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ পাবেন।
৬. নার্সিং করার পর কি নিশ্চিত সরকারি চাকুরী পাওয়া যাবে?
উত্তর: না, সব প্রফেশনের মত প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নার্সিংয়ে সরকারী চাকুরী পাওয়া যায়। যেহেতু নার্সিং এখন ২য় শ্রেণির মর্যাদার একটি পদ, এ কারণে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে নন ক্যাডারে নিয়োগ দেয়।
narsing vorti 2022
৭. নার্সিংয়ে প্রমোশন আছে?
উত্তর: অন্যান্য পেশার মত নার্সিংয়েও প্রমোশন আছে। শুরুতে সিনিয়র স্টাফ নার্সে প্রবেশের পর আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে ১ম শ্রেণির পদে প্রমোশন হয়ে থাকে।
৮. নার্সিংয়ে ক্লিনিক্যাল প্রাকটিস এবং ইন্টার্নশিপ কেমন?
উত্তর: প্রথম বর্ষ থেকেই নার্সিং স্টুডেন্টকে ক্লিনিক্যাল প্রাকটিসে অংশগ্রহণ করতে হয়। প্রতিটি কোর্স সম্পন্ন করার পর ৬ মাসের ইন্টার্নশিপ রয়েছে। এ সময়ে ইন্টার্ন নার্সগণ নির্দিষ্ট সম্মানী পেয়ে থাকেন।
৯. নার্সিং শিক্ষা কি ইংলিশ মিডিয়াম?
উত্তর: হ্যাঁ, নার্সিংয়ের পুরো শিক্ষা ব্যবস্থাই ইংরেজিতে পরিচালনা হয়। এ কারিকুলামের সকল পাঠ্যপুস্তক ইংরেজিতে লেখা। সুতরাং ইংরেজি অতি দুর্বল শিক্ষার্থীদের নার্সিংকে পছন্দ না করাই ভালো।
১০. মাদ্রাসা, কারিগরি, বিএম, ও লেভেল ইত্যাদি শিক্ষার্থীরা কি নার্সিংয়ে পরীক্ষা দিতে পারবে?
উত্তর: পারবে। তবে মাদ্রাসা বোর্ড বাদে বাকিদের সার্টিফিকেট ভেরিফিকেশন করতে ডিজিএনএন অফিসে আলাদা আবেদন করতে হবে।
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ Nursing admission 2022
Post Related Things: বাংলাদেশ নার্সিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি, নার্সিং ভর্তি সার্কুলার ২০২২, নার্সিং সার্কুলার, নার্সিং ভর্তি ২০২২, bsc nursing circular 2022, nursing admission circular 2021 22, nursing admission circular 2022 23, diploma nursing admission circular, govt nursing admission circular 2022, nursing admission 2022 bangladesh, nursing circular 2022, bnmc nursing admission 2022,
বাংলাদেশ নার্সিং কলেজ নিয়োগ, বাংলাদেশ নার্সিং কলেজে চাকরি, বাংলাদেশ নার্সিং কলেজ জব সার্কুলার, বাংলাদেশ নার্সিং কলেজ চাকরির খবর, নার্সিং কলেজ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি, নার্সিং কলেজ job, nursing admission, narsing vorti biggopti, narsing borti biggopti, nursing admission notice,