Osud proshason odhidoptor circular: বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে । ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) Oushodh Proshashon Odhidoptor ০৭ টি পদে মোট ৩৫ জন লোক আউট সোর্সিং প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত দেখুন
Osud proshason odhidoptor circular 2022
ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) মূলত বাংলাদেশের মাদক নিয়ন্ত্রক সংস্থা এবং এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে ।
- সংস্থা: ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)
- ক্যাটাগরি: ০৭ টি
- শূন্যপদ সংখ্যা: ৩৫ টি
- কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ
- আবেদন ফি: ৫০০/- টাকা
- আবেদন মাধ্যম: অনলাইন
- অনলাইনে আবেদন শুরু: ২৪ এপ্রিল ২০২২
- ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন এর শেষ তারিখ: ১৫ মে ২০২২র্
Drug Administration Job Circular 2022
Osud prosason odhidoptor job circular 2022 এ উল্লিখিত পদগুলো বিস্তারিত সহকারে নিম্নে দেওয়া হলো।
০১. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন: ১৮,৬১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
বয়স: ১৮-৬০ বছর।
০২. পদের নাম: ল্যাবরেটরী সহকারী
শূন্যপদের সংখ্যা: ০৫ টি
বেতন: ১৮,৬১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস (বিজ্ঞান)।
বয়স: ১৮-৬০ বছর।
০৩. পদের নাম: ড্রাইভার
শূন্যপদের সংখ্যা: ১৬ টি
বেতন: ১৮,৬১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস।
বয়স: ১৮-৬০ বছর।
০৪. পদের নাম: অটোক্ল্যাভ অপারেটর
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন: ১৮,৬১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস (বিজ্ঞান)।
বয়স: ১৮-৬০ বছর।
০৫. পদের নাম: ল্যাবরেটরী সহায়ক
শূন্যপদের সংখ্যা: ০৫ টি
বেতন: ১৭,৬১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস (বিজ্ঞান)।
বয়স: ১৮-৬০ বছর।
০৬. পদের নাম: অফিস সহায়ক
শূন্যপদের সংখ্যা: ০৪ টি
বেতন: ১৭,৬১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
বয়স: ১৮-৬০ বছর।
০৭. পদের নাম: ক্লিনার
শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন: ১৭,৬১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস।
বয়স: ১৮-৬০ বছর।
ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ ২০২২

আবেদন ফি জমাদান পদ্ধতি
আবেদন ফি দিতে পারবেন শুধুমাত্র টেলিটক সিম দিয়ে। কিভাবে মাত্র দু’টি SMS করে আবেদন ফি জমা দিবেন চলুন তা দেখে নেই।
- প্রথম SMS: ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন SDAM <স্পেস> User ID এবং SMS পাঠান 16222 নম্বরে।
- দ্বিতীয় SMS: পুনরায় ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন SDAM <স্পেস> YES <স্পেস> PIN এবং SMS পাঠান 16222 নম্বরে।
ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২২
ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রবেশপত্র প্রকাশিত হলে sdam.teletalk.com.bd ওয়েবসাইট এবং SMS মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। এটি ডাউনলোড করতে পারবেন উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে।
নিয়োগ দেওয়া হবে ঐ সকল প্রার্থীদের যে সকল প্রার্থীগণ ০৩ টি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবেন।
- লিখিত
- ব্যবহারিক
- এবং মৌখিক পরীক্ষা।
যে সকল প্রার্থী লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন শুধুমাত্র সে সকল প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক বা ভাইভা টেস্টে যে সকল প্রার্থী তাদের যোগ্যতা প্রদর্শন করতে পারবেন তারা নির্ধারিত পদে নিয়োগ প্রাপ্ত হবে। তবে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রাদি সংগে আনতে হবে তা নিচে দেওয়া হলো।
- সকল সনদ পত্রের অরিজিনাল কপি।
- অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের প্রিন্ট কপি।
- ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে প্রাপ্ত সনদপত্র। যেটি প্রমাণ করবে আপনি সংশ্লিষ্ট জেলার বাসিন্দা।
- জন্ম নিবন্ধনের/ভোটার আইডি কার্ডের সত্যায়িত কপি।
- চারিত্রিক সনদ পত্র। যেটি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তার কাছ থেকে নিতে হবে।
- কোটাধারীদের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সনদপত্র আনতে হবে।
- অন্য কোন প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাত্তিপত্রের মূল কপি আনবেন।
Post Related Things: ঔষধ প্রশাসন অধিদপ্তর ,ঔষধ প্রশাসন অধিদপ্তর নোটিশ, ঔষধ প্রশাসন অধিদপ্তর পরীক্ষার ফলাফল, ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, drug administration job circular 2022, dgda.teletalk.com.bd job circular 2022, dgda job circular 2022