North East Frontier Railway Job Recruitment India 2022 : উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি করা হবে। সেখানে ৫,৬৩৬ Railway Apprentice job পদের জন্য মাধ্যমিক পাশেই রেলে চাকরির জন্য আবেদনের সুযোগ পবেন, আবেদন চলবে 30 জুন পর্যন্ত ।
Railway Apprentice Recruitment india 2022
উত্তর-পূর্ব সীমান্ত রেল (North East Frontier Railway) শিক্ষানবিশ (apprentice) পদের জন্য দরখাস্ত আহ্বান করেছে। যোগ্য প্রার্থীরা উত্তর-পূর্ব সীমান্ত রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন করা যাবে ১ জুন থেকে। ২০২২-এর ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।
- পদের নাম : Apprentice পদের জন্য নিয়োগ করা হবে।
- শূন্যপদ : এই পদের জন্য মোট শূন্যপদ রয়েছে 5636 টি। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন।
- বেতন : প্রতি মাসে 8000/- টাকা থেকে 10,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
- শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে প্রার্থীকে ন্যূনতম ৫০% নম্বর সহ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করতে হবে। এর পাশাপাশি আইটিআই ডিগ্রি থাকাও প্রয়োজন।
- বয়স সীমা : সর্বনিম্ন বয়সঃ 15 বছর ● সর্বোচ্চ বয়সঃ 24 বছর , তবে বয়স ২৪ পূর্ণ হওয়া চলবে না। ● সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
- আবেদন শুরু তারিখঃ 01/06/2022
- আবেদনের শেষ তারিখঃ 30/06/2022
উত্তর-পূর্ব সীমান্ত রেল নিয়োগ বিজ্ঞপ্তি 2022
অফিশিয়াল নোটিশ | Download |
অনলাইনে আবেদন করুন | Apply Now |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে | Check Now |

Railway Apprentice Recruitment india 2022
Post related things: উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায়, ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন, রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্র, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, দার্জিলিং এর ঘুম রেলস্টেশন, পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট, north east frontier railway recruitment 2022, nf railway recruitment 2022 apply online, northeast frontier railway recruitment 2022, www nfr indianrailways gov in recruitment 2022 apply online, northeast frontier railway recruitment group d, northeast frontier railway latest news today, nfr railway recruitment 2022,