Upobritti 2023: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৩ সালের ৬ষ্ঠ-১০ম শ্রেণির ভর্তি সহায়তা উপবৃত্তি ২০২৩ আবেদন সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে eservice.pmeat.gov.bd ওয়েবসাইটে আবেদন করা যাবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, কারিগরী শিক্ষা অধিদপ্তর, ও মাদ্রাসা অধিদপ্তরের অধীনে ৬ষ্ঠ-দশম শ্রেণিতে ভর্তিকৃত/অধ্যায়নকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এই উপবৃত্তি প্রদান করবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
শিক্ষা মন্ত্রণালয়ের অধিন স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভর্তি সহায়তা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
Table of Contents
উপবৃত্তি আবেদন অনলাইনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর জন্য উপবৃত্তি ২০২৩। উপবৃত্তি ২০২৩ অনলাইনে আবেদন । ক্লাস সিক্স থেকে ক্লাস টেন উপবৃত্তির আবেদন ২০২৩।
উপবৃত্তি ২০২৩ আবেদন ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী
upobritti 2022, www shed gov bd 2023, upobritti 2022 primary school, www shed gov bd notice, www shed gov bd 2022 notice, upobitti from 2023, upobitti 2023, উপবৃত্তি লিংক, উপবৃত্তির ওয়েবসাইট, উপবৃত্তি ২০২৩, উপবৃত্তির আবেদন, উপবৃত্তির তালিকা, শিক্ষা উপবৃত্তি ২০২৩, পিইএসপি উপবৃত্তি, উপবৃত্তি আবেদন ফরম ২০২৩,
Upobritti 2023
Upobritti 2023: ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার অনলাইনে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এই উপবৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
যেসকল শিক্ষার্থীরা ২০২৩ শিক্ষাবর্ষে উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে চান তারা অনলাইনে ১৬ ফেব্রুয়ারী ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। উপবৃত্তি ২০২৩ অনলাইনে আবেদন পদ্ধতি, কোন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন , ২০২৩ কত টাকা উপবৃত্তি দিবে, উপবৃত্তি আবেদন ফরম সহ সকল তথ্য এখানে তুলে ধরেছি।

উপবৃত্তি ২০২৩ আবেদন অনলাইনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী
অনলাইনে উপবৃত্তির আবেদন (Upobritti abedon 2023) এর লিংক সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন এখানে। এছাড়াও উপবৃত্তি নোটিশ ২০২৩ pdf ফাইল ডাউনলোড করা যাবে এখান থেকে। ২০২৩ সালে যেসকল শিক্ষার্থীরা ইতিমধ্যেই স্কুলে ভর্তি হয়েছেন তারাও এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। হাইস্কুল উপবৃত্তি ২০২৩ বিস্তারিত দেখুন এখানে।
আমরা এই আর্টিকেলে উপবৃত্তি নোটিশ ২০২৩ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক উপবৃত্তি ২০২৩ বিজ্ঞপ্তির pdf ফাইল সহ, অনলাইনে আবেদন পদ্ধতি, আবেদন করার সময়সীমা, কত টাকা উপবৃত্তি পাবে সকল তথ্য শেয়ার করেছি। উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৩ । আবেদন অনলাইনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর জন্য উপবৃত্তি ২০২৩ দেখতে পারবেন এই পোস্ট থেকে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইট
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তি জন্য ধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। তবে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
কর্তৃপক্ষ | প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট |
পোস্ট শিরোনাম | উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৩ । আবেদন অনলাইনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর জন্য উপবৃত্তি ২০২৩ |
উপবৃত্তি ২০২৩ যারা আবেদন করতে পারবেন | ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
উপবৃত্তি আবেদন করার সময়সীমা | ১৭/০১/২০২৩ থেকে ১৬/০২/২০২৩ তারিখ |
অফিসিয়াল ওয়েবসাইট | http://www.pmeat.gov.bd/ |
ষষ্ঠ থেকে দশম শ্রেণী উপবৃত্তি ২০২৩

৬ষ্ঠ থেকে দশম শ্রেণী উপবৃত্তি ২০২৩ অনলাইনে আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। মাধ্যমিক বিদ্যালয়ের তথা হাই স্কুলের শিক্ষার্থীরা এই শিক্ষা সহায়তা তথা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
এই উপবৃত্তির জন্য কারিগরি স্কুলের শিক্ষার্থীরা , মাদ্রাসার শিক্ষার্থীরা ও জেনারেল স্কুলের শিক্ষার্থীরাও এই উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রির শিক্ষা সহায়তা ট্রাস্ট, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করে থাকে।
উপবৃত্তি ২০২৩ অনলাইনে আবেদন করার সময়সীমা
৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ভর্তি সহায়তার উপবৃত্তির জন্য অনলাইনে https://www.eservice.pmeat.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ১৭/০১ /২০২৩ তারিখ হতে ১৬/০২/২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
উপবৃত্তি ২০২৩ pdf ডাউনলোড
৬ষ্ঠ থেকে দশম শ্রেণির উপবৃত্তি নোটিশ ২০২৩ pdf ফাইল এখানে সংযুক্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের দেয়া শিক্ষা সহায়তা উপবৃত্তি ২০২৩ বিজ্ঞপ্তিটির পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করা যাবে। পিডিএফ ফাইল ডাউনলোড করার পর এটি মোবাইল ফোন থেকে জুম করে দেখা যাবে। ডাউনলোড উপবৃত্তি ২০২৩ সার্কুলার pdf – ডাউনলোড
উপবৃত্তি ২০২৩ অনলাইনে আবেদন করার নিয়ম
প্রধানমন্ত্রির শিক্ষা সহায়তা কর্তৃক উপবৃত্তি ২০২৩ ভর্তি সহায়তার জন্য অনলাইনে আবেদন পদ্ধতি , ই-ভর্তি সহায়তা সিস্টেম ব্যাবহারের নির্দেশিকা ছবি সহ বিস্তারিত নিচে তুলে ধরা হলো। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা অনলাইনে উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ার ছবি গুলো সহ বিস্তারিত আলোচনা করা হলো।

- শিক্ষার্থীদেরকে eservice.pmeat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে “ভর্তি সহায়তা” বাটনে ক্লিক করতে হবে।
- আবেদন করুন বাটনে ক্লিক করে এবার ”নিবন্ধন” অপশনে ক্লিক করতে হবে। নিবন্ধন বাটনে ক্লিক করার পর নিচের ছবির মত প্রদর্শিত হবে। এবার শিক্ষার্থীর মোবাইল নম্বরে OTP কোড যাবে। এই কোডটি নিচের ফাকা বক্সে দিতে হবে।
- এবার লগইন করার জন্য আপনার ব্যাবহার করা ইমেইল ও পাসওয়ার্ড ব্যাবহার করে লগইন করুন।
- লগইন করার পর উপরের পত ছবি দেখতে পারবেন। এবার উপরের মেনু থেকে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে।
- প্রয়োজনীয় সকল কাগজপত্র আপলোড করতে হবে।
- এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়ন /সুপারিশ আপলোড করতে হবে।
- আপলোড করার পর সংরক্ষন বাটনে ক্লিক করে পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে।
অনলাইনে ভর্তি সহায়তা আবেদন করার নিয়ম
অনলাইনে ভর্তি সহায়তা আবেদন করার আগে কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। যেমন-প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সুপারিশপত্র, ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি।
প্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন।
এরপর আপনার ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও প্রতিষ্ঠান প্রধানের সুপারিশের কপির স্পষ্ট করে ছবি তুলুন।
উপরের সকল প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টের কাজ শেষ হলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। তবে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
প্রতিষ্ঠান প্রধানের সুপারিশের পিডিএফ ফরম ভর্তি আবেদনের ওয়েবসাইটে পাওয়া যাবে। তাই এখান থেকে ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ নিয়ে নিন।
ভর্তি সহায়তার আবেদনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন ও লগইন করার ঠিকানা: https://www.eservice.pmeat.gov.bd/admission/login
উপবৃত্তি কত টাকা ?
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ভর্তি নিশ্চায়নের জন্য মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ৫০০০ টাকা পেয়ে থাকেন। সেই হিসেবে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এককালিক ৫,০০০ টাকা ভর্তি সহায়তা পাবে।
উপবৃত্তি ২০২৩ অনলাইন আবেদনের শেষ তারিখ কত?
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইটে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তি সহায়তা উপবৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৭ জানুয়ারি থেকে। অনলাইনে আবেদন গ্রহণ চলবে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। শিক্ষা মন্ত্রনালয়ের অধিন স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এই উপবৃত্তি প্রদান করা হবে।
শিক্ষাবৃত্তি অবেদনের ওয়েবসাইট কোনটি?
অনলাইনে ভর্তি সহায়তা আবেদনের ঠিকানা: https://www.eservice.pmeat.gov.bd/admission/
ভর্তি সহায়তা আবেদন করার নিয়ম
অনলাইনে ভর্তি সহায়তা আবেদন করার আগে কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। যেমন-প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সুপারিশপত্র, ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি।
উপবৃত্তি ২০২৩ কি কি কাগজপত্র লাগবে?
আবেদনের নিয়মঃ সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।
Related Search: upobritti form 2023 apply online,upobritti form 2023 pdf, upobritti form 2023 bangladesh, উপবৃত্তি আবেদন ২০২৩, উপবৃত্তি আবেদন লিংক, উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন ২০২৩, উপবৃত্তি অনলাইন আবেদন, ডিগ্রি উপবৃত্তি আবেদন,